Total Page viewers

18481

Friday, May 4, 2012

পরীক্ষা করুন আপনার এন্টিভাইরাসের কার্যকারিতা

উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সবচেয়ে বড় সমস্যা হল ভাইরাস। প্রায় কম্পিউটারে এন্টিভাইরাস আছে, কিন্তু আপনি কি জানেন আপনার  এন্টিভাইরাসটি কাজ করছে কিনা? প্রায় ব্যবহারকারী জানেন না তাদের এন্টিভাইরাসটি কাজ  করে কিনা? আপনি ইচ্ছা করলে একটি ছোট্ট পরীক্ষার মাধ্যমে জানতে পারবেন এন্টিভাইরাসের কার্যকারীতা। এর জন্য জটপট নোটপ্যাড খুলে নিচের কোডটি কপি করে Back4uvirus.bat লিখে সেভ করুন।

X5O!P%@AP[4\PZX54(P^)7CC)7}$EICAR-STANDARD-ANTIVIRUS-TEST-FILE!$H+H*

এবার এন্টিভাইরাস দ্বারা ফাইলটি স্ক্যান করে দেখুন স্ক্যান করে ভাইরাস হিসেবে সনাক্ত করে কিনা। যদি ধরে তবে এন্টিভাইরাস সচল আছে, না হল এটি সঠিকভাবে কাজ করে না।

No comments:

Post a Comment