Total Page viewers

Wednesday, May 30, 2012

New Folder ভাইরাস হতে মুক্তি পান

আমি আজকে আপনাদেরকে এমন একটি ভাইরাস সম্পর্কে বলবো যা প্রায় অধিকাংশের PC-তে নিভৃতে আক্রমন করে। এটি New Folder, regsvr.exe ও autorun.inf নামে পরিচিত। তবে New Folder ভাইরাস নামেই বেশি পরিচিত। যাই হোক বেশি কথা না বলে কাজের কথায় আসি। আমরা কয়েকটি ধাপ অনুসরণ করে এটি থেকে মুক্তি পেতে পারি।

নির্ণয়ঃ

এটি হার্ডডিস্কের প্রতিটি ড্রাইভে ও পেন ড্রাইভের রুটে অবস্থান করে যা hidden ও read-only অবস্থায় থাকে। তাই প্রথমে My Computer-এর Tools মেনু > Folder Options > View tab হতে Show hidden files and folders সিলেক্ট করুন এবং তার নিচে Hide protected operating system fies-এর টিক চিহ্ন তুলে দিন। এ পর্যায়ে একটি Warning ডায়ালগ বক্স আসবে, এখানে Yes সিলেক্ট করুন।

নির্মূলঃ

  • 1. Start > Search > For Files and Folders এ ক্লিক করুন। All files and folders সিলেক্ট করুন। More advanced options > Search hidden files and folders সিলেক্ট করুন। এখন autorun.inf ফাইলটি Search করুন। প্রাপ্ত সকল autorun.inf ফাইল-এ right click করে properties হতে read-only-র টিক চিহ্ন তুলে দিন।
  • 2. notepad-এ ফাইলটি খুলে <Ctrl>+A চেপে <Delete> চাপুন। তারপর Save করে বেরিয়ে আসুন।
  • 3. এখন আবার পূর্বের পদ্ধতিতে ফাইলটি read-only-তে রূপান্তর করুন যাতে ভাইরাস পুনরায় এটি পরিবর্তন করতে না পারে।
  • 4. Start > Run এ msconfig টাইপ করে Ok তে ক্লিক করুন।
  • 5. ট্যাব হতে regsvr আইটেম-টির সিলেকশন তুলে দিন। Ok করুন। এরপর Exit without Restart-এ ক্লিক করে বেরিয়ে আসুন।
  • 6. control panel > scheduled tasks হতে সকল tasks মুছে ফেলুন।
  • 7. start > run এ gpedit.msc টাইপ করে Ok করুন।
  • 8. users configuration > Administrative templates > system এ ক্লিক করুন। এবার ডান দিকের অংশ হতে prevent access to registry editing tools এ ডাবল ক্লিক করে disable সিলেক্ট করুন। Ok করে বেরিয়ে আসুন।
  • 9. start > run এ গিয়ে regedit টাইপ করে Ok করুন।
  • 10. (edit মেনু find) regsvr.exe ফাইলটি find দিন এবং তৎসম্পর্কিত সকল এন্ট্রি মুছে ফেলুন। (ওহঃ ভাল কথা regedit এর যেকোন পরিবর্তনের পূর্বে এর backup রাখতে ভুলবেন না)।
  • 11. দু'এক জায়গায় "Explorer.exe regsvr.exe" এই রকম লেখা পাবেন, এক্ষেত্রে শুধু regsvr.exe অংশটুকু মুছুন।
  • 12. এবার Start > Search > For Files and Folders হতে regsvr.exe এবং svchost .exe ফাইল দু'টি Search করে মুছে ফেলুন। এখানে একটি বিষয় খেয়াল করুন যে, svchost ফাইলের পরে ও .exe এর আগে একটি space আছে।
  • 13. সব শেষে Computer এর reset বাটন চেপে reboot করুন।

রাইট ক্লিক মেনুতে Copy To Folder যোগ করুন

উইন্ডোজের রেজিস্ট্রি এডিট করার মাধ্যমে আপনি খুব সহজেই আপনার কনটেক্সট মেনুতে Copy To Folder... নামে একটি আইটেম যোগ করে নিতে পারবেন, যেটা আপনাকে ঠিক এই সুবিধাটাই প্রদান করবে। এটা করার জন্য প্রথমে Start > Run এ গিয়ে REGEDIT টাইপ করে এন্টার দিয়ে রেজিস্ট্রি এডিটর ওপেন করুন। এবার রেজিস্ট্রি এডিটর থেকে HKEY_CLASSES_ROOT\AllFilesystemObjects\shellex\ContextMenuHandlers ওপেন করুন। এখানে Copy To Folder নামে নতুন একটি কী রেজিস্ট্রি কী তৈরি করুন। এবার Copy To Folder এর ডান পার্শ্বস্থ প্যানেল থেকে (Default) নামক স্ট্রিং ভ্যালুটি ওপেন করে এর ভ্যালু হিসেবে {C2FBB630-2971-11d1-A18C-00C04FD75D13} ইনপুট করুন। এবার এডিটর বন্ধ করে মূল উইন্ডোজে ফিরে এসে যেকোন ফাইল বা ফোল্ডার এর উপর রাইট ক্লিক করে দেখুন Send To এর উপরে Copy To Folder... নামে নতুন একটি আইটেম তৈরি হয়ে গেছে।এরপর কম্পিউটার Restart করতে হবে

উইন্ডোজ সেভেন গড মুড চালু করুন

উইন্ডোজ সেভেন কন্ট্রোল প্যানেল এ একটি জটিল অপশন হচ্ছে গড মুড। উইন্ডোজ সেভেন কন্ট্রোল প্যানেল এ যদিও কিছু পরিবতন করা হয়েছে তবুও কিছু অপশন পেতে আপনাকে বেগ পেতে হবে, গড মুড হচ্ছে এমন একটি অপশন যে আপনাকে সহজে সবকিছু একটি ফোল্ডারএ দেখতে সাহায্য করবে। গড মুড চালু করতে একটি নতুন ফোল্ডার তৈরি করুন এবং রিনেম করুন (প্রথম অংশ ফোল্ডার এর নাম আপনি যা ইচ্ছে দিন জেম্ন আমার টা GOD MOD আপনি চাইলে "Super Control Panel", "Advanced", "God Mode" ইত্যাদি দিতে পারেন তারপর ডট এক্সটেন্সান এর জায়গায় লিখুন ঠিক যেভাবে আছে সেভাবে .{ED7BA470-8E54-465E-825C-99712043E01C} তারপর এন্টার চাপুন।
উদাহরণ GOD View.{ED7BA470-8E54-465E-825C-99712043E01C}
এবার ডট এক্সটেন্সান থেকে বাকি গুলো হাইড হয়ে যাবে আর ফোল্ডার এ ডাবল ক্লিক করলে দেখবেন উইন্ডোজ সেভেন কন্ট্রোল প্যানেল সকল অপশন সহ ২৬০ টি অপশন দেখাচ্ছে।

উইন্ডোজ সেভেন ইউজারদের জন্য অসাধারন একটি ফ্রী সফটওয়্যার,না দেখলে মিস করবেন

এটা  উইন্ডোজ সেভেন এর থীম প্যাক বলতে পারেন। সফটওয়্যার টার নাম "নেক্সাস এক্সট্রিম"।
এবার দেখে নেয়া যাক আপনি এটি থেকে কি কি পাবেন?
১।সফটওয়্যার টিতে আপনি অনেক কটা সুন্দর থীম পাবেন
২।রকেট ডক পাবেন।
৩।স্ক্রীন ক্যাপচার পাবেন।
৫।অনেক গুলি গ্যাজেট পাবেন, যেমন-কম্পিউটার পারফরমেন্স,মেইল চেকার,সুদৄশ্য ওয়াচ,ওয়েদার ইত্যাদি।
৬।বিভিন্ন জায়গায় যাবার অনেক শর্টকার্ট পাবেন।
 
 

Monday, May 28, 2012

লুকিয়ে রাখুন হার্ডডিস্ক এর ড্রাইভ কোনো প্রকার সফটোয়্যারের সাহায্য ছাড়া

১. Start বটন থেকে Run এ গিয়ে gpedit.msc লিখে ok দিন।
২. Group Policy নামের একটি ডায়ালোগ বক্স আসবে। এখান থেকে User Configuration এ গিয়ে Administrative Templates এ ডাবল ক্লিক করুন।
৩. Administrative Templates এর নিচের লিস্ট থেকে Windows  Components এ ডাবল ক্লিক করুন
৪. Windows  Components এর নিচের লিস্ট থেকে Windows Explorer এ ক্লিক করলে ডানে Settings এর নিচের লিস্টে Hide these specified devices in My Computer  দেখতে পাবেন।
৫. Hide these specified devices in My Computer  এ ডাবল ক্লিক করলে আলাদা একটি টাইটেল বক্স আসবে এখান থেকে Enabled এ সিলেক্ট করে নিচে Pick one of the followings combinations থেকে যেকোনো একটি , দুটি বা সবগুলো ড্রাইভ লুকানোর জন্য Restrict all drives লিখে Ok দিন।
এবার My Computer এ ঢুকলে দেখা যাবে লুকানো ড্রাইভগুলো আর দেখা যাচ্ছে না।

Saturday, May 26, 2012

এখন Hard Disk Partition করুন Desktop থেকে Restart ছারাই!!!

. MiniTool Partition Wizard Home Edition 7.1
MiniTool Partition Wizard Home Edition 7.1
শুধু মাত্র drag করে partition size define করতে পারেন সব drive...
...
সব শেষে apply করুন। কিছুক্ষন সময় নেবে। কিন্তু কাজ শেষ হবে restart ছাড়াই!!
এছাড়াও...

Main Features

  • Support Windows 2000/XP/Vista/Windows 7 and Windows 8 (32 bit & 64 bit) operating system.
  • Support RAID.
  • Extend system partition to maximize computer performance.
  • Manage the hard disk for substantial performance increase.
  • Create, Delete and Format partitions with simple steps.
  • Disk Copy to protect or transfer data.
  • Support disk and partition size larger than 2 TB.
  • Convert partition format from FAT to NTFS.
  • Partition Copy: Copy the entire content of one hard disk to another.
  • Copy Disk Wizard: Copy the entire hard disk to another without having to reinstall Windows.
  • Disk Map - Visually demonstrate your disk/partition configuration; preview the changes before applying.
  • Hide/unhide partition, set active partition, etc. - Change partition properties easily.
  • Explore FAT/NTFS partition.
  • Set partition as primary.
  • Set partition as logical.
  • Rebuild MBR.
  • Disk Surface Test.
  • Partition Surface Test.
  • Change Partition Serial Number.
  • Change Partition Type ID.
  • Hot Extend Partition without reboot. NEW!
downloadhttp://www.partitionwizard.com/free-partition-manager.html

Thursday, May 24, 2012

প্রাণি জগত সম্পরকে মজার খবর

প্রাণি জগত

  • অক্তোপাসের চোখের মণি আয়তাকার আর পেঙ্গুইনের চোখের কর্ণিয়া সমতল।সমতল কর্ণিয়ার কারনে পেঙ্গুইন পানির নিচে পরিষ্কার দেখতে পায়।
  • কবুতরের দৃষ্টিসীমার পরিধি প্রায় ৩৪০ ডিগ্রী ।শুধু মাথার পেছনের দিকটা বাদে আর বাকি সব দিকেই কবুতরের দৃষ্টিসীমার অন্তর্গত ।
  • গড়পড়তা একেক্টি তিমির ওজন প্রায় ১৬০ টন , যা প্রায় ৩০ টা হাতির ওজনের সমান।একটি বাচ্চা তিমি ঘন্টায় প্রায় ২২ কিঃমিঃ গতিতে সাঁতার কাতটে পারে।

  • তেলাপোকার হৃদপিন্ডে প্রকোষ্টের সংখ্যা ১৩ টি ও  এর রক্তের রঙ সাদা।কারন এর রক্তে কোনো হিমোগ্লোবিন নেই।

  • আকারে ছোট হলেও মাত্র এক  রাতে একটি ইঁদুর প্রায় ২৮০ ফুট  লম্বা গর্ত তৈরি করতে পারে।

  • শামুক একনাগাড়ে প্রায় এক হাজার একশ দিন না ঘুমিয়ে থাকতে পারে।

  • গরুর দুধের রঙ একদম সাদা নয়,বরং কিছুটা হলুদাভ।এর কারন এতে  অনান্য দুধের তুলনায় অধিক পরিমানে রিবোফ্লাবিন বা ভিটামিন বি২ থাকে।

  • অক্টোপাসের হৃদপিন্ডের সংখ্যা তিনটি

  •  স্টারফিশ বা তারামাছের কোনো মস্তিক নেই।

  • আইসল্যান্ডের সরকারি আইন অনুয়ায়ি কোনো ব্যক্তি কুকুর পুষতে পারেনা।

Thursday, May 17, 2012

আপনার কম্পিউটারের C ড্রাইভ তথা সিস্টেমের পুরো Backup রাখুন

প্রথমে আপনার পিসির সিস্টেম (এখানে আমি Windows 7-এর ব্যবহার দেখাচ্ছি) ইন্সটোল করুন এবং বাকি যে সকল সফটওয়্যার, ড্রাইভার মোটকথা আপনার পিসিতে যা যা লাগবে সব ইনস্টল করুন। এরপর স্টেপ বাই স্টেপ নীচের ছবিগুলো অনুসরন করুন।
প্রথমে আমি Image Backup রাখার পদ্ধতি দেখাচ্ছি
চিত্র – 1
Control Panel ত সবাই চিনেন, ত ওখানে যাওয়ার পর Back up your computer-এ ক্লিক করুন।
চিত্র – 2
Back up or restore your file এ অপশনটি আসলে এখান Back up now-এ ক্লিক করুন।
চিত্র – 3
Select where you want to save your backup এ অপশনটি হচ্ছে আপনি কোন ড্রাইভে আপনার  Image Back up রাখবেন সিটি সিলেক্ট করতে বলছে। যেমন আমি F ড্রাইভ সিলেক্ট করেছি। এখানে একটা বিষয় বলে রাখা দরকার সেটা হলো আপনি যে ড্রাইভই সিলেক্ট করেননা (C ড্রাইভ বাদে) কেন সেখানে মোটামুটি 30-50GB জায়গা ফাঁকা থাকতে হবে। যাইহোক এবার Next –এ ক্লিক করুন।
চিত্র – 4
এ অপশনটি আপনি Windows-এর উপরেই ছেড়ে দিন শুধু Next –এ ক্লিক করুন।
চিত্র – 5
এখানে Save settings and exit উপরে ক্লিক করুন।
চিত্র – 6
আপনাকে শেষবারের মত কনফার্ম হতে বলছে। শুধু Back up now –এ ক্লিক করুন।
চিত্র – 7
আপনার Windows Back up  শুরু হয়ে গেছে, সম্পুর্ন Back up  নিতে 20-40 মিনিট সময় হয়ত লাগতে পরে তাই। এটা নির্ভর করে আপনার পিসির হার্ডওয়া্রের পারফরমেন্সের উপর এবং আপনি কতগুলো সফটওয়্যার ও ড্রাইভার ইনস্টোল করেছেন তার উপর। কাজ শেষ হলে নিচের কনফারমেশন বক্সটি আসবে এখান থেকে Close বাটনে ক্লিক করে বের হয়ে যান। ব্যাস হয়ে গেল আপনার কম্পিউটারের সিস্টেমের শ্যাডো ব্যাকআপ। এরপর দেখাব কিভাবে এই Back up থেকে System Restore করতে হয়।
System Restore করার পদ্ধতিঃ
চিত্র – 1
উপরে দেখানো চিত্র-1 এর মত এখানেও Control Panel -এ যান এবং Back up your computer-এ ক্লিক করুন।
চিত্র – 2
এবার এখান থেকে Recover system settings or your computer -এ ক্লিক করুন।
চিত্র – 3
এখান থেকে Advanced recovery methods –এই অপশনে ক্লিক করুন।
চিত্র – 4
এখান থেকে Use a system image you created earlier to recover your computer –এই অপশনে সিলেক্ট করুন।
চিত্র – 5
এখান থেকে Restart –এই বক্সে ক্লিক করুন।
চিত্র – 6
পিসি Restart হওয়ার পর এই অপশনটিই প্রথম আপনার সামনে আসবে। কোন কিছু পরিবর্তন না করে Next-এ ক্লিক করুন।
চিত্র – 7
এখানে আপনার পিসিতে যদি Password দেওয়া থাকে তবে সেটা দিয়ে OK করুন।
চিত্র – 8
এখানে থেকে System Image Recovery এই অপশনটি সিলেক্ট করুন।
চিত্র – 9
Select a system image backup এই অপশনটি সাধারনত ডিফল্টভাবে আপনার ব্যাকআপ হওয়া ফাইলগুলির লোকেশন খোঁজে নিবে। তাই কোন কিছু পরিবর্তন না করে Next-এ ক্লিক করুন।
চিত্র – 10
এখানে কোন কিছু পরিবর্তন না করে Next-এ ক্লিক করুন।
চিত্র – 11
শুধু Finish-এ ক্লিক করুন।
চিত্র – 12
এখানে আপনার ব্যাকআপ হওয়া ডাটা সিস্টেম ড্রাইভে রেস্টোর হবে তাই আপনাকে চুড়ান্ত ভাবে নিশ্চিত হতে বলছে। Yes-এ ক্লিক করুন।
এখন আপনার পিসিতে ব্যাকআপ হওয়া ডাটাগুলো রেস্টোর হতে থাকবে। একটু ধৈর্য্য ধরে অপেক্ষা করুন, এখানেও ব্যাকআপ হওয়ার সময় যতটা সময় নিয়েছিল প্রায় অনুরুপ সময়ই লাগবে। ব্যাস হয়ে গেল Image Restore, আপনি পিসির একেবারে নতুন একটি অপারেটিং সিস্টেম (সাথে সফটওয়্যার ও ড্রাইভার) পেয়ে গেলেন কোন ইনস্টোলেশনের ঝামেলা ছাড়াই।

Wednesday, May 9, 2012

কয়েকটি বিখ্যাত বই ডাউনলোড করুন (বিজ্ঞান বিষয়ক)

কার্ল সাগানের কসমোস একটি অসাধারণ বই। মহাবিশ্ব, সময় ভ্রমণ ইত্যাদি বিষয় সংক্রান্ত নন ফিকশান ই বুক গুলির মধ্যে এটি প্রথম সারিতে অবস্থান করে। আজ এই বইটি আপনাদের সাথে শেয়ার করলাম। মিডিয়া ফায়ার লিঙ্ক অনেক খুঁজেও পেলাম না, তাই রেপিডোই ভরসা।
ডাউনলোড করুন
এইবারের সব লিঙ্ক মিডিয়া ফায়ার থেকে দিচ্ছি B-)
স্টিফেন হকিং এর আ ব্রিফ হিস্ট্রি অফ টাইম এর কথা নতুন করে কিছুই বলার নেই।
ডাউনলোড করুন
ব্রায়ান গ্রিনের দ্যা এলিগ্যান্ট ইউনিভার্স হল এই রকমই আর একটি অসাধারণ বইঃ

ডাউনলোড করুন
কার্ল সাগানের দ্যা কসমিক কানেকশান পড়ুন, মহাবিশ্বকে নতুন রূপে দেখবেন--
ডাউনলোড করুন
গ্যালিলিও গ্যালিলেই--- ডায়ালগ কনসারনিং দ্যা টু চিফ ওয়র্ল্ড সিস্টেমস

ডাউনলোড করুন
প্রথম যিনি সৌরজগতের হেলিওসেন্ট্রিক মডেল দিয়েছিলেন সেই নিকোলাস কপারনিকাস এর "On the Revolutions of Heavenly Spheres" বইটির লিঙ্ক
ডাউনলোড করুন
ডারউইনের অরিজিন অফ স্পিসিস ডাউনলোড করুন

ডাউনলোড করুন
সিগমুণ্ড ফ্রয়েড- ইন্টারপ্রিটেশান অফ ড্রিমস

ডাউনলোড করুন

কম্পিউটারের মনিটরে ঝড় ,বৃষটি ,বজ্রপাত এবং পানি ডুকান

এই সফটওয়ার  একটি   জটিল সফটওয়্যার যা আপনার মনিটরের মধ্যে পানি সহ বিজলী ও প্রবেশ করিয়ে দিবে।এই একটা স্ক্রিন সেভার যা কম্পিউটার এ কেউ কাজ না করলে ভেসে আসে।
ScreenSaver%252520%252528Medium%252529 আপনার মনিটরে মধ্যে পানি না থাকলে ঢুকিয়ে দিন! আর চমকে দিন সবাইকে। || বিডিরঙ.কম
এটি শুধু ঝড় ,বৃষটি ,বজ্রপাত ই হয় না সাথে জটিল শব্দ ও হয়
 ScreenSaver2%252520%252528Medium%252529 আপনার মনিটরে মধ্যে পানি না থাকলে ঢুকিয়ে দিন! আর চমকে দিন সবাইকে। || বিডিরঙ.কম
যদি আপনার কম্পিউটার টি বাড়িতে থাকে তাহলে সহজেই সবাইকে চমকাতে পারবেন। সফটওয়্যার টি নিচের লিংক থেকে ডাউনলোড করুণ এবং কাউকে আগে না জানিয়ে চমকে দিন

download link

http://www.mediafire.com/?tlgwejno5gd

মনিটরে প্রকাস করুন আপনার ভালবাসা

আই লাভ ইউ এই কতাটি আমি না এখন থেকে আপনার মনিটরে ভেসে উটবে সাতে বরশিত হবে ভালবাসার বৃষ্টি আর তাই এখন থেকে আপনার কম্পুটারের মনিটর আর বিরক্তিকর মনে হবে না। অনবরত বরসিত ভালবাসায় সিক্ত হয়ে কম্পুটারে কাজ করতে পারবেন ঘন্টার পর ঘন্টা।এটি মাত্র ১.৮ মেগার একটি সফট তাই একনি প্রকাস করুন আপনার ভালবাসা ।

ডাউনলোড লিঙ্ক  http://www.mediafire.com/download.php?5ubj3q0dx1zm2k3

Windows 7 জেনুইন করে নিন খুব সহজে !!!

Windows  7 এর বাবহারকারীরা যারা windows genuine (The copy of Windows is not genuine ) সমস্যায় পড়েছেন অর্থাৎ Screen কালো হয়ে যাওয়া wallpaper পরিবর্তন করলে কিছুক্ষণ পর আবার  কালো হয়ে যায় ।
তাদের অনেক সমস্যায় পড়তে হয় তখন আবার নতুন করে Windows ইন্সটল করা ছাড়া উপায় থাকে না । আর এ সময় serial key দিলেও কাজ হয় না ।  Windows 7 Loader নামে একটি সফটওয়্যার যা দ্বারা খুব সহজে আপনি DELL,ACCER,SAMSUNG,TOSHIBA আরও অনেক ল্যাপটপ এর ইউনিক সিরিয়াল কী সার্টিফিকেটসহ   আপনার PC Registration করতে পারবেন ।

এজন্য সফটওয়্যার টি ডাবল ক্লিক করে ওপেন করুন , এবং নিচের দিকে Advance option দেখবেন এখানে Select করে ডানপাশের থেকে যে ল্যাপটপ এর সিরিয়াল ও  সার্টিফিকেট চান সেটি সিলেক্ট করে ইন্সটল করে Restart করুন এবং দেখুন  আপনার PC Registration হয়ে গেছে ।

download  link
http://www.mediafire.com/download.php?v4nvlor33xi7toz

Tuesday, May 8, 2012

Software ছাড়া Pendrive দ্বারা Windows7 ইন্সটল করুন খুব সহজে !!

খুব সহজে এ কাজ টি করা যায় । এজন্য একটি 4GB/8GB
Pendrive এর প্রয়োজন হবে । কেননা win7 install বাদে file size ৩.৭ গিগা মত । প্রথমে USB তে pendrive সংযোগ করুন ,এরপর আপনি RUN open ( win+R)করুন  এবং cmd লিখুন এতে command promot ওপেন হবে । ভয় পেয়েন না এটা কোন দক্ষতা ছাড়া করা যায় । command promot ওপেন হওয়ার পর লিখুন
Diskpart         ( Disk partition open হবে ) এরপর লিখুন
List disk          (Disk এর তালিকা দেখাবে )   এরপর লিখুন
Select disk 1  ( এক্ষেত্রে এখানে দুটি Disk দেখাবে ) এরপর লিখুন
Clean                    ( এক্ষেত্রে Disk পরিষ্কার করবে )   এরপর লিখুন
Create partition primary    ( primary partition create করবে  ) এরপর লিখুন
Format recommended    ( pendrive Format করবে ) এরপর লিখুন
Active                     ( primary partition on করবে )
Exit                                    ( programme বন্ধ হবে ) 
এবার আপনি win 7 এর Disk / Hardisk এ রাখা win 7  file সব কপি করে pendrive এ পেস্ট করুন । ব্যাস কাজ শেষ । এখন আপনি Restart  করুন এবং Boot এর সময় দেখিয়ে দিন USB drive দেখুন ইন্সটল হওয়া শুরু হবে । Boot menu সাধারণত Delete/ F10/ F12 motherboard অনুসারে open হয় ।
সুবিধা :
Disk এর থেকে কিছুটা দ্রুত ইন্সটল হয় ।
Windows Server 2008 & Windows Server 2008 R2 ইন্সটল করা যায়
৩ Windows Vista ইন্সটল করা যায় ।
নোট :
Boot  problem এর জন্য I:\Boot\Bootsect.exe /NT60 I: command দিন
( এখানে I:  হচ্ছে pendrive)

সর্বপ্রথম Pendrive টি NTFS Format করে নিবেন ।

Sunday, May 6, 2012

রেডিও শুনুন এবং রেকর্ড করুন(vlc player এর মাধ্যমে) সবচেয়ে সহজ পদ্ধতিতে (ইন্টারনেট স্প্রিড কম থাকেলও)

আমি একটি সহজ পদ্ধতি তুলে ধরব যার মাধ্যমে আপনারা সহজে রেডিও শুনতে পারবেন এবং রেকর্ড করে রাখতে পারবেন খুব সহজে তাও আবার vlc player এর মাধ্যমে।
প্রথমে vlc player চালু করবেন এবং নিচের ছবির মত view advanced controls ক্লিক করুন। তারপর  আপনি নিচের ছবির মত রেকর্ড বাটন দেখতে পাবেন। এই রেকর্ড বাটনটিতে একবার ক্লিক করলে রেকর্ড শুর হবে আবার ক্লিক করলে রেকর্ড শেষ হবে। রেকর্ডকৃত গান My Document এ My Music ফোল্ডারে পাবেন (vlc player ডা্উনলোড লিংক http://www.videolan.org/vlc/।)
এবার আপনি নিচের রেডিওর লিংক গুলা থেকে যেকোন একটি কপি করবেন এবং vlc player এর media তে ক্লিক করবেন এবং open network stream(ctrl+N) সিলেক্ট করবেন। তারপর please enter a network URL এর নিচে রেডিওর লিংক দিবেন এবং play বাটন চাপুন তারপর রেডিও শুনা যাবে এবং রেকর্ড শুরু করে দেন। নিচে ছবি দেওয়া হল।
রেডিওর লিংক+++++++++======
Radio foorti= http://96.44.147.234:7710/
Radio amar= http://103.4.146.54:8000/;stream.mp3
Radio 2fun= http://67.228.101.162:7600/;stream.mp3
ABC radio= http://184.107.144.218:8282/;stream.mp3
Bangla Radio24= http://live.banglaradio24.com:8237/;stream.mp3
eTUNE 24= http://174.141.229.7:9998/;stream.mp3
Radio goongoon= http://184.107.144.218:8040/;stream.mp3
Radio today= http://96.44.147.234:7710/
Voice of America= http://www.voanews.com/wm/voa/sca/bang/bang1600a.asx
Washington bangla= http://banglaradio.homeip.net:8000
BBC bangla= http://wsdownload.bbc.co.uk/generateasx.esi?file=bengali/tx/nb/bengali_1330.wma&BBC-UID=14ca3d686f3a911461041077c11f713b1660922e4080f19414df39478d96614f&SSO2-UID=