Total Page viewers

Sunday, July 1, 2012

সফটওয়্যার ছাড়াই ডাউনলোড করুন ইউটিউব ভিডিও!

১. আপনার ব্রাউজার ওপেন করে এই লিঙ্কে ক্লিক করুন। কয়েক সেকেন্ডের মধ্যে নিচে keepvid সাইটের এর হোম পেজ আসবে নিচের মত...
২. আবার নিচের চিত্রে দেখানো হোমে পেজের উপরের সেকশনে আপনার ইউটিউব ভিডিও’র লিঙ্ক দিয়ে পাশের Download বাটনে ক্লিক করুন...
৩. Download বাটনে ক্লিক করার কয়েক সেকেন্ডের মধ্যে আপনার সামনে একটি সিকিউরিটি এলার্টবক্স আসবে সেটি একসেপ্ট করে Run ক্লিক করুন।
৪. এবার আপনার সামনে ভিডিওটির সব ফরম্যাট(ভিডিও ভেদে ফরম্যাট কম বেশি হবে) হাজির হবে নিচের মত। সেখানে থেকে নিজের ইচ্ছা মত ফরম্যাটে+ভিডিও রেজুলেশন ক্লিক করে ডাউন-লোড করুন! :D

ফোল্ডারকে পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত রাখুন, কোন থার্ডপার্টি সফটওয়্যার ছাড়াই!

নিচের ধাপগুলো অনুসরণ করুন।
  • প্রথমে  http://www.mediafire.com/?edmmvdv5rdwlt68ক্লিক করে সম্পূর্ণ কোড কপি করে নিন
  • নোটপ্যাড খুলে কোডগুলো পেষ্ট করুন
lpswd.PNG
  • পেষ্ট করা কোডে উপরের ছবিতে দেখানো যায়গায় আপনার পছন্দের পাসওয়ার্ড টাইপ করুন
  • *.bat এক্সটেনশন দিয়ে সেভ করুন। অর্থাৎ সেভ করার পূর্বে ফাইলটির নাম (যে কোন) দেবার পর .bat (xxxx.bat) দিয়ে তারপর সেভ করুন
  • এবার যে ফাইল বা ফোল্ডার হিডেন করতে চান সেখানে সেভ করা ফাইলটি রাখুন
  • ফাইলটির উপর ডাবল ক্লিক করুন এবং দেখুন সেখানে Locker নামে একটি নতুন ফোল্ডার তৈরি হয়েছে
  • এখন আপনি যেসব ফাইল বা ফোল্ডার সুরক্ষিত রাখতে চান সেগুলো কপি করে এই ফোল্ডারে রাখুন
  • এরপর আবার *.bat ফাইলটিতে ডাবল ক্লিক করুন এবং Y টাইপ করে Enter দিন
  • দেখুন Locker নামের ফোল্ডারটি গায়েব
  • ফোল্ডারটি ফিরিয়ে আনতে আবার *.bat ফাইলটিতে ডাবল ক্লিক করুন এবং আপনার দেয়া পাসওয়ার্ডটি টাইপ করে Enter চাপুন
  • দেখুন Locker নামের ফোল্ডারটি আবার ফিরে এসেছে
এভাবে আপনার ব্যক্তিগত ফাইল বা ফোল্ডারকে একই সাথে পাসওয়ার্ড দিতে পারেন এবং লুকিয়েও রাখতে পারেন।

এ্যাডমিনিস্ট্রেটরের পাসওয়ার্ড খোলা

কমান্ড প্রোম্পট খুলে (রানে গিয়ে Crtl+R চেপে cmd লিখে এন্টার করলে) নিজের পদ্ধতি অবলম্বন করুন।
cd\ লিখে এন্টার করুন,
c: লিখে এন্টার করুন,
cd windows\system32 লিখে এন্টার করুন,
copy logon.scr logon.old লিখে এন্টার করুন,
copy cmd.exe logon.scr লিখে এন্টার করুন,
এছাড়াও সরাসরি উইন্ডোজের সিস্টেম৩২ ফোল্ডারে ঢুকে logon.scr ফাইলকে যেকোন নামে রিনেম করে আবার cmd.exe ফাইলকে logon.scr নামে রিনেম করতে পারেন। এবার কম্পিউটার রিস্টার্ট করুন এবং কম্পিউটার লগঅন না করে অপেক্ষা করুন তাহলে নির্দিষ্ট সময় পরে স্ক্রিনসেভারের ওয়েট টাইম) স্ক্রিনসেভারের পরিবর্তে কমান্ড প্রোম্পট খুলবে। যদি এই পদ্ধতিতে কমান্ড প্রোম্পট না খোলে তাহলে বিকল্প হিসাবে কমান্ড প্রোম্পট খুলে নিচের পদ্ধতি অবলম্বন করুন।
cd\ লিখে এন্টার করুন,
c: লিখে এন্টার করুন,
cd windows\system32 লিখে এন্টার করুন,
copy sethc.exe sethc.old লিখে এন্টার করুন,
copy cmd.exe sethc.exe লিখে এন্টার করুন,
এছাড়াও সরাসরি উইন্ডোজের সিস্টেম৩২ ফোল্ডারে ঢুকে sethc.exe ফাইলকে রিনেম করে আবার cmd.exe ফাইলকে sethc.exe নামে রিনেম করুন। এবার কম্পিউটার রিস্টার্ট করুন এবং কম্পিউটার লগঅন না করে শিফট (Shift) কী পাঁচবার চাপুন তাহলে কমান্ড প্রোম্পট খুলবে।
এখন এ্যাডমিনিষ্ট্রেটিভ এর পাসওয়ার্ড পরিবর্তন করতে net user administrator kaya লিখুন তাহলে এ্যাডমিনিষ্ট্রেটিভ এর পাসওয়ার্ড পরিবর্তন হয়ে kaya হয়ে যাবে। আর আপনি যদি পাসওয়ার্ড পরিবর্তন না করে নতুন ইউজার খুলতে চান তাহলে net user kaya /add লিখে এন্টার করুন তাহলে kaya নামে নতুন একটি ইউজার তৈরী হবে। এবার kaya ইউজারকে এ্যাডমিনিষ্ট্রেটিভ হিসাবে ব্যবহার করতে হলে net localgroup administrator kaya /add লিখুন এবং এন্টার করুন। তাহলে আপনার বর্তমান ইউজার (kaya) এ্যাডমিনিষ্ট্রেটিভ হিসাবে ব্যবহার করা যাবে। একইভাবে বর্তমান ব্যবহার করা যে কোন লিমিটেড ইউজারকে এ্যাডমিনিষ্ট্রেটিভ হিসাবে ব্যবহার করতে পারেন।
লগইন করার সময় কমান্ড প্রোম্পট আসেল control userpassword2 লিখে এন্টার করলে ইউজার একাউন্টস আসবে যেখান থেকে সহজেই পাসওয়ার্ড পরিবর্তন করা বা ইউজার তৈরী করা যাবে।
আর nusrmgr.cpl লিখে এন্টার করলে ইউজার একাউন্টস ম্যানেজমেন্ট আসবে এবং lusrmgr.msc লিখে এন্টার করলে লোকাল ইউজারস এন্ড গ্রুপ আসবে যেখান থেকেও ইউজার তৈরী বা পাসওয়ার্ড পরিবর্তন করা যাবে। এছাড়াও কমান্ড প্রোম্পট শুধূ control লিখে এন্টার করলে ইউজার কনট্রোল প্যানেল খোলবে।

পাসওয়ার্ড ম্যানেজ করুন পাসপ্যাক দিয়ে

আমরা অনেকেই অনলাইন পাসওয়ার্ড ম্যানেজমেন্ট "পাসপ্যাক" এর সাথে পরিচিত। গত ১ জুলাই ২০০৮ পাসপ্যাক তাদের ডেস্কটপ ভার্সন রিলিজ করেছে। ডেস্কটপের এই ভার্সন এডবি এয়ার এর উপর বেসড করে তৈরী করা হয়েছে। এই ডেস্কটপ ভার্সনে আপনার পাসওয়ার্ড গুলো কে ম্যানেজ করার পর পর অটোমেটিক্যালি তা তাদের অনলাইন সার্ভিসের সাথে সিন্ক্রোনাইজ করে নেয়। যার ফলে আপনাকে কষ্ট করে পাসপ্যাকে আর এ্যাকাউন্ট করার ঝামেলা পোহাতে হবে না। আর যতবার আপনি আপনার পাসপ্যাকের কনটেন্ট আপলোড করবেন ততবার তা অটোমেটিক্যালি সিন্ক্রোনাইজ করে নেবে।
passscreen.png
প্যাসপাকের ফিচারগুলো হল -
১. টপ সিকিউরিটি, সু্ন্দর ইন্টারফেস এবং সহজে ব্যবহার করার উপযোগী।
২. পাসপ্যাকের সাইটে না গিয়েও আপনার সকল পাসওয়ার্ডে এক্সেস করতে পারবেন।
৩. আপনার যদি এখনই একটি পাসপ্যাকের অনলাইন একাউন্ট থেকে থাকে তাহলে ডেস্কটপ ভার্সন ইন্সটল করার সময় তা ব্যাকআপ করে নিতে পারবেন।
৪. বেটার ফ্লো ম্যানেজমেন্ট - অনলাইন থেকে ডেস্কটপ ভার্সনে।
৫. আনলিমিটেড পাসওয়ার্ড স্টোরেজ।

এডমিন/ইউজার পাসওয়ার্ড খোলার উপায়

আসুন দেখে নেওয়া যাক এর জন্য কি কি প্রয়োজন হবে
  • ১। এক্স. পি এর লাইভ ডিস্ক সাথে windows Gate সফটওয়্যার।
  • ২। সিডি রম ড্রাইভ ( এটি সব কম্পিউটারের একটি করে থাকে, লাইভ এক্স .পি এর ইউ. এস বি, ভাশন এখনো করতে পারি নাই)
  • ৩। কম পক্ষে ১২৮ এম বি র‌্যাম।
এটি নিম্নের তালিকায় দেওয়া windows এর ভার্সনে কাজ করবে
  • ২০০৮
  • ভিস্তা
  •  ২০০৩
  •  এক্স. পি
  •  ২০০০
  • ( ৩২ / ৬৪ বিট ) উভয় প্রকারের জন্য কার্যকর।

শুরু করি

নিচের লিংক হতে এক্স পি এর লাইভ ভার্সন ডাউনলো করে নিন। এবং আপজিপ করে এর I.S.O ফাইলটা নিরো বা এই জাতীয় কোন সিডি বার্নার সফট দিয়ে তা সিডিতে রাইট করে নিন।
এবার আপনি যে কম্পিউটারে এডমিন/ ইউজার পাসওয়ার্ড খোলতে চান সেটি চালু করুন এবং সেটির বায়োস প্রবেশ করে বুট সিকোয়েন্স এর ফাস্ট ডিভাইস হিসেবে সিডি/ ডিভিডি রম নির্ধারন করুন। সেটিং সেইভ করুন এবং এক্স. পি এর লাইভ ডিস্ক প্র্রবেশ করিয়ে কম্পিউটার বুট করুন। এই অবস্থায় সি ডি হতে বুট করার জন্য কী বোর্ড হতে যে কোন একটি কী প্র্রেস করুন ( প্রেস করার ম্যাসেজ আসলে)।
এবার windows সরাসরি সিডি হতে লোড হবে, কিছুক্ষণ অপেক্ষা করুন, লোড হওয়া পর্যন্ত।

এখন

Start>Programs>Unlockers>Windows Gate এ ক্লিক করুন।
C:[ ]-windowsXp[5.1.2600.2180(xpsp_sp2_rtm.040803-2158)]  লাইনটি সিলেক্ট করুন।

অতপর

Available gates অপশন হতে
Msv1_0.dll.patch (check to disable logon password validation) চেক বক্স এ টিক মার্কস দিন।
close (X) বাটনে ক্লিক করুন।
কম্পিউটার রিস্টাট করে লাইভ ডিস্ক বের করুন।

এবার

নরমালি হার্ডডিস্ক হতে বুট করুন এবং লগইন স্ক্রীনে পাসওয়ার্ড টেক্স এ কোন কিছু টাইপ না করে শুধু মাত্র এন্টার প্রেস করুন।

আপনার পিসিতে পেনড্রাইভ Disable করুন ….. !!!

ভাইরাস সংক্রমণের সবচেয়ে উপযুক্ত মাধ্যম হচ্ছে পেনড্রাইভ । আর আপনার পিসি যদি আপনি ছাড়াও আরো অনেকে ব্যবহার করে তাহলে তো কথাই নেই । তবে আপনি যদি 'Windows 7/Vista/XP' ইউজার হন, তবে সহজেই আপনার পিসিতে পেনড্রাইভ Disable করতে পারবেন এবং প্রয়োজন হলে আবার Enable করতে পারবেন । অর্থাৎ আপনার পিসিতে আপনি ছাড়া কেউ পেনড্রাইভ ব্যবহার করতে পারবে না ...!!
Windows 7/Vista তে পেনড্রাইভ Disable করতে প্রথমে আপনার 'Start Menu'র 'Search' অপশনে গিয়ে  'regedit' লিখে Enter চাপুন । XP ইউজার রা Run এ গিয়ে regedit লিখে Enter চাপুন । তাহলে  'Registry Editor' উইন্ডো টি ওপেন হবে ।
এবার HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\services\USBSTOR এ প্রবেশ করুন । এবার 'Start' নামের ফাইলের উপর ডাবল ক্লিক করে এর ভ্যালু  4 করে দিন । তাহলে আপনার পিসিতে আর কোন পেনড্রাইভ কাজ করবেনা । আবারো পেন ড্রাইভ অপশন Enable করতে চাইলে 'Start' এ পূর্বের ভ্যালু অর্থাৎ 3 সেট করুন ।

ডাবল ক্লিকে ড্রাইভ/পেনড্রাইভ খুলছে না ??সমস্যা নেই, মাত্র ১১ বাইট এর ফাইল দিয়ে খুলে ফেলুন আপনার ড্রাইভ

যদি কম্পিউটার এ ডাবল ক্লিকে ড্রাইভ/ পেনড্রাইভ না খুলে তবে নিচের পদ্বতি অবলম্বন করুন ঃ
notepad ওপেন করে লিখুন :
explorer d :
এরপর এটি romel.bat নাম এ সেভ করুন এবং ডাবল ক্লিক করে ওপেন করুন ।
এখানে d লিখা হয়েছে D ড্রাইভ খোলার জন্য।
আপনি যে ড্রাইভ খুলতে চান Explorer এর পর সেই ড্রাইভ name লিখুন।
ব্যাস ,এরপর আপনার আর কোন সমস্যা হবে না ড্রাইভ ওপেন করা নিয়ে নিয়ে।

১ কিলোবাইট ফাইল দিয়ে CD/DVD drive খুলুন এবং বন্ধ করুন !!

প্রথমেই নিচের লিখা একটি NOTEPAD লিখুন  কপি পেষ্ট করলে হবে না :)
Set oWMP = CreateObject("WMPlayer.OCX.7")
Set bangladesh = oWMP.cdromCollection
'romel/simanto=programmer
if bangladesh.Count >= 1 then
For i = 0 to bangladesh.Count - 1
bangladesh.Item(i).Eject
Next ' faridpur
'2+2=5 3+3=7 .i m mad . odol/bodol
End If
এরপর এটি সেভ করুন mymother.vbs । এবার এটি ডাবল ক্লিক করুন । খুলে যাবে আপনার CD/DVD drive. আস্তে ...টানাটানি কইরেন না । এতে আপনার CD/DVD মাইন্ড করতে পারে।
তাই নিচের লিখে একটি নোটপ্যাড ওপেন করে লিখুন। কপি পেষ্ট করলে হবে না
Set oWMP = CreateObject("WMPlayer.OCX.7")
Set bangladesh = oWMP.cdromCollection
'romel/simanto=programmer
if bangladesh.Count >= 1 then
For i = 0 to bangladesh.Count - 1
bangladesh.Item(i).Eject
Next ' faridpur
For i = 0 to bangladesh.Count - 1
bangladesh.Item(i).Eject
Next ' faridpur
'2+2=5 3+3=7 .i m mad . odol/bodol
End If
এরপর এটি সেভ করুন myfather.vbs
এবার এটি ডাবল ক্লিক করুন । বন্ধ হয়ে যাবে আপনার CD/DVD drive.

আপনার কম্পিউটার লক এবং আনলক করুন পেনড্রাইভ দিয়ে

সবাই সাধারনত কম্পিউটার লক করে পাসওয়ার্ড দিয়ে। তবে তা যদি হ্যাক হয়ে যায় তাহলে আপার পিসি সহজেই খুলে ফেলতে পারবে। তাউ একটা পরিপূরক ব্যাবস্থা রাখা উচিত। আর সেটা হতে পারে আপনার পেন ড্রাইভ।
আপনি পেন ড্রাইভ দিয়ে আপনার কম্পিউটার লক এবং আনলক করতে পারবেন। অনেকটা গোয়েন্দা স্টাইলে। যখন কম্পিউটার চালু করবেন, তখন পেন ড্রাইভ ঢুকালে কম্পিউটার অন হবে, নতুবা হবেনা। কেউ যদি আপনার পেন ড্রাইভ ছারা আপনার কম্পিউটার অন করে তাহলে Access Denied দেখাবে।
তাহলে আসুন দেখে নেয়া যাক কিভাবে এটা করা যাবে।
প্রথম ধাপ : আপনাকে প্রথমে  pradetor নামের নিচের সফটওয়ারটি ডাউনলোড করতে হবে


২য় ধাপ : Predator  সফটওয়ার টা চালু করুন। চালু করার পর আপনার পেনড্রাইভ টি ইউএসবি পোর্টে ঢোকান। আপনার পেনড্রাইভের ডাটার কোনো ক্ষতি হবেনা। তাই নিশ্চিন্তে আপনার ব্যাবহৃত পেনড্রাইভ দিতে পারেন।
আপনি যখন পেন ড্রাইভ ঢোকাবেন তখন একটা দায়ালগ বক্স আসবে। এখানে আপনাকে পাসোয়ার্ড সেট করতে বলবে। OK ক্লিক করুন
৩য় ধাপ : এখন preference এ কিছু সেটিংস সেট করে নিন। প্রথমে new password এ একটা নতুন পাসওয়ার্ড দিন। কারন যদি আপনি আপনার পেন ড্রাইভ হারিয়ে ফেলেন, তাহলে এই পাসওয়ার্ড এর সাহাজ্যে আপনি আপনার পিসি খুলতে পারবেন।
এবার সর্বশেষে Flash Drive অপশনে আপনার ঢোকানে ড্রাইভ টির লেটার সিলেক্ট করে দিন। দিয়ে Create Key এ ক্লিক করুন।
৪র্থ ধাপ : উপরে create key এ ক্লিক করার পর Predator বন্ধ হয়ে যাবে। পুনরায় চালু করুন ডেস্কটপে টাস্কবারে predator  আইকোনে ক্লিক করুন। কয়েক সেকেন্ড পর predator আইকোন টি সবুজ রঙের হবে। এটার মানে হলন predator এখন আক্টিভ আছে।
প্রতি ৩০ সেকেন্ড পর পর predator চেক করবে যে আপনার পেনড্রাইভ লাগানো আছে কিনা। যদি লাগানো না থাকে তাহলে আপনার পিসি আবার লক হয়ে যাবে।
আপনি যদি Predator pause করতে চান তাহলে pause monitoring এ ক্লিক করুন। কেউ যদি আপনার পিসি লক অবস্থায় চালু করতে যায়, তাহলে আপনি তার লগ ও দেখতে পাবেন। Predator এর লগ সেকশনে।

পিসি এর যেকোনো ফাইল/ফোল্ডার হাইড আর প্রোটেক্ট করুন IObit Protected Folder এর সাহায্যে

বেশিরভাগ ফাইল হাইডিং সফটওয়্যার উইন্ডোজ এর রেজিস্ট্রি তে প্রতিটি হাইড করা ফাইল এর জন্য একটি করে ভ্যলু যোগ করে যা উইন্ডোজ এক্সপ্লোরার থেকে ফাইল/ফোল্ডারটি হাইড করে। কিন্তু আপনি যদি দ্বিতীয় কোন অপারেটিং সিস্টেম ব্যবহার করে দেখেন, তবে দেখবেন যে ফাইল/ফোল্ডার গুলো বহাল তবিয়তে unhide অবস্থায় আছে। তাছাড়া উইন্ডোজ এক্সপ্লোরার Administration মোডে চালু করলেও ফাইলগুলো দেখতে পাবেন। তাহলে বলুন আপনার ফাইলগুলো কি আসলেই হাইড করা আছে??? Protected Folder বিশ্বখ্যাত উইন্ডোজ সফটওয়্যার ডেভেলপার IObit এর অসাধারণ একটি সফটওয়্যার যা আপনার ফাইল/ফোল্ডার সম্পূর্ণ রূপে প্রোটেক্ট করে রাখবে। মূল বিষয়ে যাওয়ার আগেই আমার পিসি তে Protected Folder এর ডেমো নিচের ভিডিও থেকে দেখে নিন।
Protected Folder ব্যবহার করার জন্য প্রথমে সফটওয়্যারটি ইন্সটল করে নিন। ইন্সটল করার সময় এটি IObit Malware Fighter আর Advance System Care অটোমেটিক ডাউনলোড করতে চাইবে। Skip এ ক্লিক করে ইন্সটল করুন।
ইনস্টল করার পরে Protected Folder প্রথমবারের মত ব্যবহার করার সময় আপনার একটি পাসওয়ার্ড দিতে হবে। পছন্দের পাসওয়ার্ডটি দুই বার লিখে পাসওয়ার্ড মনে রাখার জন্য একটি হিন্ট লিখে OK তে ক্লিক করুন। মনে রাখবেন পরবর্তীতে প্রতিবার Protected Folder চালু করার সময় আপনার এই পাসওয়ার্ডটি লাগবে।
তারপর Protected Folder এর মেইন উইন্ডো ওপেন হবে। Protected Folder এর সাহায্যে কোন ফাইল/ফোল্ডার হাইড করতে ওই ফাইল/ফোল্ডার গুলো টেনে এনে Protected Folder এর উইন্ডোতে ফেলুন (Drag and Drop)। ফাইল/ফোল্ডার গুলো সাথে সাথেই প্রোটেক্টেড হয়ে যাবে। Drag and Drop ছাড়াও আপনি Add বাটনে ক্লিক করে ফাইল/ফোল্ডার যোগ করতে পারবেন।
ফাইল/ফোল্ডার আবার ফিরে পেতে Protected Folder এর মেইন উইন্ডো থেকে ফাইল/ফোল্ডার গুলো নির্বাচন করে Unlock এ ক্লিক করুন।
Protected Folder ডিফল্টরূপে ফাইল/ফোল্ডার গুলোর স্ট্যাটাস Hiden করবে এবং Read/Write Access Deny করবে। এই স্ট্যাটাস পরিবর্তন করতে অপশনে ক্লিক করুন।
এছাড়াও ডিফল্ট হিসেবে আপনি কোন পার্টিশন Protected Folder দিয়ে প্রোটেক্ট করতে পারবেন না কারণ পার্টিশনগুলো Protected Folder এর Exclude List এ আছে। Options > Exclude List এ গিয়ে Exclude List থেকে পার্টিশন গুলো রিমুভ করে তারপর পার্টিশন হাইড করুন।

download link
http://www.iobit.com/password-protected-folder.html