Total Page viewers

Wednesday, June 27, 2012

ptc click to earn থেকে সাবধান

বাংলাদেশ এ প্রায় ৬০/৭০ এর চাইতে ও বেশি Ptc কোম্পানি আছে এদের দায়িত্ব হল সাধারণ জনগণ এর কাছ থেকে রিতিমত টাকা মেরে খাওয়া। আর বাংলাদেশ এর জনগন ও একটা জিনিস বাব্বা এত সচেতন করা হচ্ছে তবুও টাকার লোভে প্রতিনিয়ত এইসব লোভনিয় কোম্পানিতে জয়েন করেই যাচ্ছে।এই সব কোম্পানির কিছু লিস্ট দিলাম
BASIS বাংলাদেশের অবৈধ ও প্রতারনামুলক পিটিসি সাইটগুলোর
তালিকা প্রকাশ করেছেঃ –
1. Dolancer.com
2. Bdfreelancing.com
3. skylancers.com
4. skywalker.com
5. lancetech.com
6. adssourcing.com
7. newsheraton.com
8. visionaddworld.com
9. makegem.com
10. googleaddclick.com
11. newsherasion.com
12. diggnity.com
13. quickearns.com
14. workfordollar.info
15. adverview.com
16. airypal.com
17. clicksnetwork.com
18. midds.org
19. adslink-bd.com
20. eyelancer.com
21. alertpayclick.com
22. microbiz.com
23. adzzon.com
24. Uniquelancer.com
25. ptcbank.net
26. bestelance.com
27. lancingfore.com
28. freedesklancer.com
29. intadfoundation.com
30. paradiseusainc.com
31. earningsip.com
32. skywalkerltd.com
33. uniqsot.com
34. microclicker.com
35. onlineaddclick
36. onlinenet2work.com
37. esource.com.bd
38. bdsclickcenter.com
39. scamadviser.com
40. eclixsense.com
41. foxclicks.com
42. allictsolution.com
43. world4earn.com
44. dreamkite.com
45. megatypers.com
46. minutelancer.com
47.3gclick.com
48.affaritrack.com
49.clixworld.com
50.microlancer.com
51.orkit-net.com
52.freelancerit.net

already dolancer and online adclick  মানুসের কোটি কোটি টাকা নিয়া পালিয়েছে

Monday, June 25, 2012

কিছু প্রয়োজনীয় সফটওয়্যার


WinSetupFromUSB 1.0 Beta 8 / 0.2.3 | Full Version | 17.8 MB

AVG Internet Security 2012 | Full Version | 151 MB

AVG Internet Security 2012 | Full Version | 151 MB

1. Install
2. Copy The Serial
3. And Enjoy
AVG Internet Security 2012 | Full Version | 151 MB


8MEH-RAJC2-O3P77-KRRQA-H3SLN-REMBR-ACED
8MEH-RXYFD-JUV72-8922R-FTBZ6-QEMBR-ACED
8MEH-R2CML-SS7FW-MOXFR-TRU8V-3EMBR-ACED
8MEH-RS47Y-82HT8-GONVA-BCCCZ-DEMBR-ACED
8MEH-RXYFD-JUV72-8922R-FTDO8-QEMBR-ACED
8MEH-RF7RF-MR8JO-EWOVA-UVKMQ-FEMBR-ACED

Avast Internet Security 7.1 | License Till 2013 | Full Version | 78.32MB

Avast Internet Security 7.1 | License Till 2013 | Full Version | 78.32MB

How to use licence?
1.) After installing avast, open it and click on MAINTAINANCE--->Subscription
2.) Locate the file. (File name is "Licence- Jun 13, 2013" in downloaded folder)
3.) Click OK to confirm
4.) Now your PC is protected! :D

Hide IP Easy V5.1.6.6 | Full Version | 6 MB

Hide IP Easy V5.1.6.6 | Full Version | 6 MB
Install Note:
1. Install the program, and do not run.
2. Copy the crack “HideIPEasy.exe” to prog dir, i.e.”C:\Program Files\HideIPEasy\”, and replace the original.

Download Accelator Plus Premium v9.21 | Full Version | 10.3 MB

Download Accelator Plus Premium v9.21 | Full Version | 10.3 MB

1. Download

2. Extract And Install
3. Read The Instruction
4. And Enjoy
Download Now

uTorrent Turbo Accelerator 1.5.3 | Full Version | 2.8 MB

uTorrent Turbo Accelerator 1.5.3 | Full Version | 2.8 MB
1. Download
2. Extract And Install
3. Insert Serial Key
4. Read The Instruction
5. And Enjoy
Download Now

JetAudio v8.0.17.2010 Plus VX | Full Version | 32.9 MB

JetAudio v8.0.17.2010 Plus VX | Full Version | 32.9 MB
Download Now

GET FB HACKER 2012 FOR FREE

GET FB HACKER 2012 FOR FREE
Download Now

Google Earth Pro 6 (GPS + 3D Support) || Full Version || 14 MB

Google Earth Pro 6 (GPS + 3D Support) || Full Version || 14 MB
Download Now

Security Task Manager 1.80 | Full | 2 MB
Security Task Manager 1.80 | Full | 2 MB
K-Lite FULL Codec Pack 8.10 | Full Version | 15.78 MB
K-Lite FULL Codec Pack 8.10 | Full Version | 15.78 MB
Kaspersky 2012 Crack for All Versions | Full Version | 1.24MB
Kaspersky 2012 Crack for All Versions | Full Version | 1.24MB
Malwarebytes Anti-Malware PRO 2012 Final with serials | Full Version | 12.55MB
Malwarebytes Anti-Malware PRO 2012 Final with serials | Full Version | 12.55MB
Genuine Activator for Windows XP Vista and Win 7 | ACTIVATOR | 4.6 MB
Genuine Activator for Windows XP Vista and Win 7 | ACTIVATOR | 4.6 MB
Driver Reviver 3.1.648.8165 Portable | Full Version | 6.10 MB

মজার মজার theme win 7 জন্য.download করুন জলদি

ব্যবহার না করলে আপনার আপসোস থেকেই যাবে।



                                                              The Avengers Theme.rar
                                        TEMA SPIDERMAN FOR WINDOWS 7 GLASS.rar
                                                          Avatar Windows 7 Theme.rar
                                            Android 2011 Theme For Windows 7.zip
                                                    Angry Birds Theme .themepack
                                                  Virus Blue Windows 7 Theme.rar
                                                           Crysis 2 Windows 7 Theme .rar

Friday, June 22, 2012

জেনে নিন আপনার নোকিয়া মোবাইল টি কোন দেশের তৈরি

আমরা অনেকেই আছি জারা নোকিয়া মোবাইল use করি কিন্তু আমরা জানিনা আমাদের মোবাইল টা আসলে কোন দেশে তৈরি আসল চিনতে এবং নকল এড়াতে সবারই এটা জেনে রাখা উচিত । আমি আজ আপনাদের ১ টা  উপায় বলব জার মাধ্যমে আপনারা সহজেই  পারবেন আপনার নোকিয়া মোবাইল টা কোন দেশের তৈরি এই জন্য প্রথমে আপনার মোবাইল এ *#০৬# চেপে IMEI নাম্বার বের করুন । এখান থেকে ৭ম এবং ৮ম নাম্বার টি দারা আপনি জানতে পারবেন ফোন টা কুন দেশের নাম্বার ২ টা যদি 00 হয় তাহলে বুজবেন এই মোবাইল টা অরিজিনাল নোকিয়া সেন্টারের । নাম্বার ২ টা যদি 10, 70,91 বা 01,07,19  হয় তাহলে বুজবেন এইটা ফিনল্যান্ডের তৈরি। 02 বা 20 হলে বুজবেন এটা জার্মানি বা আরব আমিরাতের । 30বা 03 হলে কোরিয়ার । 40বা 04হলে চায়নার ,50বা 05 হলে ব্রাজিল বা যুক্তরাষ্ট্রের ,60বা 06 হলে হংকং বা মাক্সিকোর। 80বা 08 হলে হাঙ্গেরি । 13বা 31হলে এটি আজারবাইজানের তৈরি ।

মোবাইল চালান আপনার PC তে

♦ প্রথমে এই লিঙ্ক থেকে rar ফাইলটা download করে নিন।


♦ rar ফাইলটা ওপেন করুন। এখানে দুইটি ফাইল পাবেন ।
♦ exe ফাইলটা ওপেন করুন এবং নিচের পদ্ধতিতে install করুন।
♦ Install হয়ে গেলে desktop এ Remote Professional icon এ ক্লিক করুন,Open করুন সফটওয়্যারটি।
এইরকম Screen দেখতে পাবেন
♦  আপনার মোবাইল টি Bluetooth/USB দিয়ে কানেক্ট করুন , মনে রাখবেন USB mode এ Pc Suite দিবেন।
♦ এবার মোবাইল এ Application>Installations> RS60pro ওপেন করুন , option > connect via Bluetooth/ connect via USB সিলেক্ট করুন ।
  
♦ Remote Professional open করুন , File>Setup দেখুন এখানে key mapping আছে , এর মাধ্যমে আপনি কোন command দিয়ে কি করতে পারবেন তা ঠিক করতে পারবেন ।
♦ কিছু Screenshot :

এই প্রথম বাংলাদেশি সামাজিক যোগাযোগের ওয়েবসাইট

আনেক টা facebook মত । আশাকরি সকলের ভাল লাগবে

www.fbibo.com

এটা বরতমানে প্রক্রিয়াদিন আছে । সকলে join  করুন

মার লিঙ্কটা দিলাম চাইলে ফ্রেন্ড রিকুয়েস্ট  পাঠায়েন
 http://fbibo.com/index.php?do=/kaya_hafij/info/

Wednesday, June 20, 2012

আপনার কম্পিউটারের Ram কে দ্বিগুন করে ফেলুন খুব সহজেই

Ram হল Random Acess Memory বা অস্থায়ী মেমরী।
কম্পিউটারে Ram বেশি হওয়া প্রয়োজন কেন?
আমরা যে Program গুলো Run করি সেই Program গুলো Ram এর ভিতর দিয়েই Processor
এ আসে। তারপর  Processor তা Process করে। ধরুন, আপনার Ram 2GB এখন আপনি একটা
Program Run করবেন তা হল 5GB । এ হ্মেতে আপনার Ram 2GB করে ডাটা বহন করবে।
এই ভাবে যখন 5GB Processor এর কাছে পাঠানো শেষ হবে তখন Program টা Run হবে। তাই
Ram বেশি হওয়া প্রয়োজন।
আসুন দেখি আমরা কিভাবে Ram কে দ্বিগুন করতে পারি:
প্রথমে এই ভাবে Click করুন:
My computer> Right Click >Properties এ Click করুন। তাহলে এই রকম একটা Window আসবে:
এবার Advanced system setting এ Click করুন।(উল্লেখ আমি Win7 এ কাজটা করতেছি। যারা Xp
চালান একটু খুজে দেখবেন।তবে এই রকমি হয়ত।) তাহলে এই রকম একটা Window আসবে:
এবার Performance এর Setting এ Click করুন।তাহলে এই রকম একটা Window
আসবে:
Advance এ Click করুন তাহলে এই রকম একটা Window আসবে:
Change এ Click করুন।তাহলে এই রকম একটা Window আসবে:
ঠিক চিহ্নটা উঠিয়ে দিন। ঠিক চিহ্ন উঠানোর পরে Custom নির্বাচন করুন। Custom নির্বাচন করে
initial size আপনার Ram এর দ্বিগুন আর Maximum size  আপনার Ram এর চারগুন দিয়ে Set
Button এ Click করুন। এবার ok করুন এবং যতগুলো Window আপনি বের করে ভিতরে গেছেন
সবগুলোতে ok ‍দিয়ে বের হয়ে আসুন।ব্যস কাজ হয়ে গেল। Computer Restart চাবে, Restart
দিলে কার্যকর হবে।ভাল লাগলে কমেন্ট করবেন।
উল্লেখ যে 1024MB=1GB ।

নাম ছাড়াই ফোল্ডার create করুন

কম্পিউটারে সাধারনভাবে নাম ছাড়া ফোল্ডার খোলা যাইনা স্পেসবারের স্পেস ব্যাবহার করে।এর জন্য কোড ব্যাবহার করতে হয়।নামছাড়া ফোল্ডার খোলার জন্য যেকোন একটি ফোল্ডার নিন।এবার রাইট বাটনে ক্লিক করে রিনেমে জান
এবার alt চেপেরেখে নামপ্যাড থেকে টাইপ করুন 6655 দেখবেন একটি স্পেস হয়ে গেছে।enter দিলেই দেখবেন আপনার ফোল্ডারটির কোন নাম নেই

Tuesday, June 19, 2012

নিয়ে নিন “ড্রাইভার” খোঁজার সফটওয়্যারঃ

আমাদের মেইন বোর্ড সিডি হাড়িয়ে গেলে আমরা দিশেহারা হয়ে পরি অনেক সময় দোকান থেকে সিডি কিনলেও কাজ করেনা ।
আর ইন্টারনেট এ খোজ করতে করতে জান শেষ।
3DP_Chip_v1112 নামের এই পিচ্চি সফট টি এখন করবে সব
এখান থেকে আপনি আপানার প্রয়জনিও ড্রাইভার ইন্সটল করতে পারবেন।


সফটওয়ার টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

যখন প্রিয় মুঠো ফোনটি পানিতে পড়বে তখন কি করবেন???????????

wet-blackberry-phone.jpg

  • পানিতে পড়ার পর যত তারাতারি সম্ভব আপনার মুঠোফোনটিকে পানি থেকে তোলার ব্যবস্থা করুন। মনে রাখবেন, যত দেরী হবে আপনার মুঠোফোনটির আই.সি নষ্ট যাওয়ার সম্ভবনা তত বেশি।
  • পানি থেকে তোলার সাথে সাথে মুঠোফোনটির পাওয়ার অফ করুন এবং ব্যাটারি টি খুলে ফেলুন। কারণ পাওয়ার অন করা অবস্থায় কোন কিছু করা টা আপনার মুঠোফোনের আই.সি নষ্ট হওয়ার কাজটি ত্বরান্বিত করতে পারে।
  • এবার একটি চাল ভর্তি বলের ভেতর আপনার মুঠোফোনটি পুরোপুরি ঢুকিয়ে দিন!
  • অনুগ্রহ করে চব্বিশ ঘন্টা অপেক্ষা করুন।
  • চব্বিশ ঘন্টা পর আপনার সেটটি অন করুন, আশা করি আপনার মুঠোফোনটি ঠিকমত চলছে!!
যদি চব্বিশ ঘন্টা পর আপনার মুঠোফোনটি না চলে, তাহলে বুঝতে হবে হয়ত দেরী হয়ে গেছে। এ ক্ষেত্রে আমি আপনাদের বিশেষজ্ঞ অথবা মোবাইল টেকনিশিয়ান এর সাথে কথা বলতে বলব।

Friday, June 15, 2012

ভাল মেমরি কার্ড কেনার ওপায়

ভাল মেমরি কার্ড কেনার ৪টি টিপসঃ

১। মেমরি কার্ড কেনার পূর্বে দেখে নিন তা আপনাকে কতখানি স্পেস সাপোর্ড দিতে পারে। যদি আপনার মেমরিটি 1 GB হয় তবে এর মধ্যে সর্বচ্চ 970MB -1000 MB পর্যন্ত সাপোর্ড দিতে হবে।
২। মেমরি কর্ডটির পিছনের অংশ অর্থাৎ যেখানে তামার পাত দেওয়া থাকে সে অংশে যদি মেমরি কার্ডের বিভিন্ন সংযোগ চিহ্ন বোঝা যায় তবে তা না কেনাই ভাল।
৩। মেমরি কার্ডের সাধারনত নতুন অবস্থাতেই কোন ওয়ারন্টি বা গ্যারান্টি থাকে না তাই পরাতন না কেনাই ভাল।
৪। মেমরি কার্ড অবশ্যই ভাল কোম্পানি ( Sumsung, Nokia, Team etc… ) দেখে কিনতে হবে।

মেমরি কার্ডের যত্ন এবং ব্যবহারঃ

১। মাসে অন্তত একবার আপনার মেমরি কার্ডটি গ্লাস ক্লিননার দিয়ে সংযোগ স্থানটি ভালভাবে পরিষ্কার করতে হবে। অনেক সময় মোবাইল গরমে ঘেমে মেমরি কার্ড নষ্ট হতে পারে।
২। কখনো মেমরি কার্ড পিসিতে দুই-তিন বারের বেশি ফরমেট করবেন না কারন এতে মেমরি কার্ড নষ্ট হবার ঝুকি থাকে।
৩। প্রয়োজনে মোবাইল দিয়ে মেমরি কার্ড ফরমেট করুন।
৪। মোবাইলে বেশিক্ষন (এক-দুই ঘন্টার বেশী) ভিডিও গান বা ভিডিও চিত্র না দেখাই ভাল কারন এতে ব্যাটারি এবং মেমরি কার্ডের উপর চাপ পড়ে।
৫। মেমরি কার্ড কে পেনড্রইভ হিসাবে ব্যবহার না করাই ভাল আর যদি পেনড্রইভ হিসাবে ব্যবহার করতে চান তাহলে কার্ড রিডার ব্যবহার না করে মোবাইলের ডাটা কেবল ব্যবহার করুন।
৬। 1 GB সাপোর্ড মোবাইলের জন্য 512 MB, 2 GB সাপোর্ড মোবাইলের জন্য 512 MB / 1 GB, 4 GB সাপোর্ড মোবাইলের জন্য 2 GB / 4 GB মেমরি কার্ড ব্যবহার করা ভাল। এতে মোবাইল ফোন সহজে হ্যাং হয়না এবং ধীর গতীর হয় না।

লুকিয়ে রাখুন হার্ডডিস্ক এর ড্রাইভ কোনো প্রকার সফটোয়্যারের সাহায্য ছাড়া

 বেশীরভাগ ক্ষেত্রেই আমরা ব্যাক্তিগত ফাইল ফোল্ডার Hidden করে রাখি অথবা ফোল্ডার লক বা এ ধরনের ইউটিলিটি সফটওয়্যার ব্যাবহার করে থাকি। কিন্তু তাতেও ভরসা নেই। কারণ উইন্ডোজের ফাইল ফোল্ডার Hidden করা খুব কমন একটা ব্যাপার ।আবার ফোল্ডার লক বা এরকম ধরনের ইউটিলিটি সফটওয়্যার এ পাসওয়ার্ড ব্যবহার করে নিজের পাসওয়ার্ড নিজে ভুলে যাওয়া অস্বাভাবিক ব্যাপার না। আসুন জেনে নেয়া যাক সহজে কিভাবে উইন্ডোজের এক বা একাধিক ড্রাইভ লুকিয়ে রাখা যায়।
১. Start বটন থেকে Run এ গিয়ে gpedit.msc লিখে ok দিন।
২. Group Policy নামের একটি ডায়ালোগ বক্স আসবে। এখান থেকে User Configuration এ গিয়ে Administrative Templates এ ডাবল ক্লিক করুন।
৩. Administrative Templates এর নিচের লিস্ট থেকে Windows  Components এ ডাবল ক্লিক করুন
৪. Windows  Components এর নিচের লিস্ট থেকে Windows Explorer এ ক্লিক করলে ডানে Settings এর নিচের লিস্টে Hide these specified devices in My Computer  দেখতে পাবেন।
৫. Hide these specified devices in My Computer  এ ডাবল ক্লিক করলে আলাদা একটি টাইটেল বক্স আসবে এখান থেকে Enabled এ সিলেক্ট করে নিচে Pick one of the followings combinations থেকে যেকোনো একটি , দুটি বা সবগুলো ড্রাইভ লুকানোর জন্য Restrict all drives লিখে Ok দিন।
এবার My Computer এ ঢুকলে দেখা যাবে লুকানো ড্রাইভগুলো আর দেখা যাচ্ছে না।

Tuesday, June 12, 2012

আপনে জানেন? আপনার কম্পিউটারে ২০% ইন্টারনট স্পিড কমানো আছে বাই ডিফল্ট ভাবে?

 আপনে হয়তো এখনো জানেন না যে, Microsoft windows গুলোতে আপনার আপনার কম্পিউটারে ২০% ইন্টারনেট স্পিড কমানো আছে বাই ডিফল্ট ভাবে। এই ২০% বেন্ডউইড Microsoft তাদের প্রডাক্ট আপডেট কার জন্য রিসার্ভ করে রাখে, সেই জন্য আপনি বন্চিত হচ্ছেন ২০% কানেক্শন থেকে।
তাহলে চলেন, ফিরিয়ে আমি ২০% ব্যান্ডউইড।
১। Click - Run
Type - gpedit.msc
২। তারপর group policy editor অপেন হবে. তারপর এখানে যান -
Local Computer Policy / Computer Configuration / Administrative Templates / Network / QOS Packet Scheduler
৩।এখন ডান পাশে খেয়াল করুন এখানে ডাবল ক্লিক করুন "Limit Reservable bandwidth". এখানে দেয়া আছে "is not configure"
এখন ডাবল ক্লিক করে সিলেক্ট করুন "ENABLE reservable bandwidth" এখন 0 দিয়ে দিন . তাহলে আপনার কম্পিউটারে আর ২০% স্পিড রিসার্ভ করা থাকবে না। সব বন্ধ করে বের হয়ে আসুন।

আপনি কি জানেন কি বার আপনার জন্ম হইছে,আসুন জানি,সাথে জানি আপনার বয়স কত

১ ক্লিক করে বের করুন আপনার বয়স কত বছর,কত মাস,কত দিন,কত ঘন্টা,কত সেকেন্ড আর সাথে জেনে নিন কি বার আপনি জন্ম গ্রহন করছেন।আসুন জানি কি-ভাবে করব।প্রথমে সফট টি ডাউনলোড করুন এখান থেকে।এটি portable সফট তাই সেটাপ দেয়া লাগবে না আন-জিপ করে ডাবল ক্লিক করুন।নিচে দেয়া ছবির মত উইন্ড আসবে।
আসবে। year এর পাশে খালি ঘরে আপনার জন্ম বছর,Month এর পাশে খালি ঘরে আপনার জন্ম মাস,Day এর পাশে খালি ঘরে আপনার জন্ম দিন টির তারিখ লিখুন তারপর Go বাটন আ ক্লিক করুন।কাজ শেষ পাশে-ই পাইয়া যাবেন আপনার বয়স,কি বার আপনি জন্ম গ্রহন করছেন তা