Total Page viewers

Friday, June 22, 2012

জেনে নিন আপনার নোকিয়া মোবাইল টি কোন দেশের তৈরি

আমরা অনেকেই আছি জারা নোকিয়া মোবাইল use করি কিন্তু আমরা জানিনা আমাদের মোবাইল টা আসলে কোন দেশে তৈরি আসল চিনতে এবং নকল এড়াতে সবারই এটা জেনে রাখা উচিত । আমি আজ আপনাদের ১ টা  উপায় বলব জার মাধ্যমে আপনারা সহজেই  পারবেন আপনার নোকিয়া মোবাইল টা কোন দেশের তৈরি এই জন্য প্রথমে আপনার মোবাইল এ *#০৬# চেপে IMEI নাম্বার বের করুন । এখান থেকে ৭ম এবং ৮ম নাম্বার টি দারা আপনি জানতে পারবেন ফোন টা কুন দেশের নাম্বার ২ টা যদি 00 হয় তাহলে বুজবেন এই মোবাইল টা অরিজিনাল নোকিয়া সেন্টারের । নাম্বার ২ টা যদি 10, 70,91 বা 01,07,19  হয় তাহলে বুজবেন এইটা ফিনল্যান্ডের তৈরি। 02 বা 20 হলে বুজবেন এটা জার্মানি বা আরব আমিরাতের । 30বা 03 হলে কোরিয়ার । 40বা 04হলে চায়নার ,50বা 05 হলে ব্রাজিল বা যুক্তরাষ্ট্রের ,60বা 06 হলে হংকং বা মাক্সিকোর। 80বা 08 হলে হাঙ্গেরি । 13বা 31হলে এটি আজারবাইজানের তৈরি ।

মোবাইল চালান আপনার PC তে

♦ প্রথমে এই লিঙ্ক থেকে rar ফাইলটা download করে নিন।


♦ rar ফাইলটা ওপেন করুন। এখানে দুইটি ফাইল পাবেন ।
♦ exe ফাইলটা ওপেন করুন এবং নিচের পদ্ধতিতে install করুন।
♦ Install হয়ে গেলে desktop এ Remote Professional icon এ ক্লিক করুন,Open করুন সফটওয়্যারটি।
এইরকম Screen দেখতে পাবেন
♦  আপনার মোবাইল টি Bluetooth/USB দিয়ে কানেক্ট করুন , মনে রাখবেন USB mode এ Pc Suite দিবেন।
♦ এবার মোবাইল এ Application>Installations> RS60pro ওপেন করুন , option > connect via Bluetooth/ connect via USB সিলেক্ট করুন ।
  
♦ Remote Professional open করুন , File>Setup দেখুন এখানে key mapping আছে , এর মাধ্যমে আপনি কোন command দিয়ে কি করতে পারবেন তা ঠিক করতে পারবেন ।
♦ কিছু Screenshot :

এই প্রথম বাংলাদেশি সামাজিক যোগাযোগের ওয়েবসাইট

আনেক টা facebook মত । আশাকরি সকলের ভাল লাগবে

www.fbibo.com

এটা বরতমানে প্রক্রিয়াদিন আছে । সকলে join  করুন

মার লিঙ্কটা দিলাম চাইলে ফ্রেন্ড রিকুয়েস্ট  পাঠায়েন
 http://fbibo.com/index.php?do=/kaya_hafij/info/