Total Page viewers

Friday, March 16, 2012

কম্পিউটার শেখার ২০ টি বাংলা বই একদম ফ্রি

বাংলাদেশে কম্পিউটার ব্যবহারকারী সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কম্পিউটার ব্যবহার করার আগে কম্পিউটার সম্পর্কে ভালভাবে জানা জরুরী। কম্পিউটার ভালভাবে শিখতে হলে দরকার ভালো কোচিং অথবা বই দেখে শেখা। কম্পিউটার শেখার বেশির ভাগ বই ইংরেজিতে হওয়ায় আমাদের শিখতে অসুবিধা হয়। আমরা যারা কম্পিউটার ব্যবহার করি তাদের জন্য কম্পিউটার শেখার ২০ টি বাংলা বই ডাউনলোডের লিংক দিচ্ছি। ডাউনলোডের জন্য বই গুলো হচ্ছেঃ

১. ফান্ডামেন্টাল অফ কম্পিউটার
২. মাইক্রোসফট ওয়ার্ড
৩. এক্সেল
৪. পাউয়ার পয়েন্ট
৫. এক্সেস
৬. এডোব ফটোশপ
৭. ম্যাক্রোমিডিয়া ফ্লাশ
৮. অটোকাড
৯. ইলাস্ট্রেটর
১০. ইন্টারনেট এন্ড ইমেল
১১. জুমলা
১২. Html
১৩. Php
১৪. Quark Express

১৫. সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন
১৬.  ইন্টারনেটে টাকা আয়
১৭. কম্পিউটার যাদুকর
১৮. কম্পিউটার পারফর্মেন্স
১৯. মাইক্রোসফট পেন্ট
ডাউনলোডের জন্য
http://www.freebanglabooks.com/2010/06/computer-books-in-bangla.html 

উইন্ডোজ ৭ এর লগ অন স্ক্রীন পাল্টান সহজে

আমরা অনেকেই উইন্ডোজ ৭ ব্যাবহার করি। অন্যান্য সব কিছুর মতো মাইক্রোসফট আমাদের উইন্ডোজ ৭ এ আমাদের নিজেদের মতো উইন্ডোজ লগ অন বদলানোর সুবিধা দিয়ে দিয়েছে। এজন্য আমাদের যা করতে হবে তা হলঃ
১) প্রথমে Start এ ক্লিক করে Run চালু করে Regedit লিখে এন্টার দিন।
২) তারপর নিচের পদ্ধতিতে এক এক করে content গুলোতে ক্লিক করে ঢুকুন-
HKEY_LOCAL_MACHINE\Software\Microsoft\Windows\CurrentVersion\Authentication\ LogonUI\Background
৩) OEMBackground DWORD key তে ডাবল ক্লিক করে Edit DWORD (32 bit) Value ওপেন করুন।
৪) Value data 0 কেটে 1 দিয়ে ওকে করুন।
৫) এখন আপনি যে ছবিটি আপনার লগ অন স্ক্রীন এর ব্যাকগ্রাউন্ড বানাবেন সেটির সাইজ যেন ২৫৬ কেবি বা তার কম যেন হয়।
৬) ছবিটি কপি করে C:\Windows\system32\oobe\info\backgrounds ফোল্ডার এ পেস্ট করে backgroundDefault.jpg নামে সেভ করুন।
৭) কম্পিউটার রিস্টার্ট নিন............ ব্যাস!!!! পালতে গেলো আপনার লগ অন ব্যাকগ্রাউন্ড :)


বি.দ্রঃ অনেকের C:\Windows\system32\oobe\info\backgrounds এই ফোল্ডার টি নাও তাক্তে পারে উইন্ডোজ এ বা থেকেও অসুবিধা করবে এ ব্যাকগ্রাউন্ড না পাল্টানই উত্তম।

Windows 7 এর লুকানো থিম !!!! কিভাবে ব্যবহার করবেন আসুন দেখি……… :)

এই গুলি ছাড়াও Windows 7  এ রয়েছে আরও কিছু লুকানো থিম!!! আসুন দখি সেগুলি কিভাবে ব্যাবহার করা যায়।
প্রথমে আপনি windows এর Search Option  এ যেয়ে C:\Windows\Globalization\MCT  টাইপ করে সার্চ দিন।

আপনার Windows Explorer  কিছু নতুন থিম দেখাবে। এই থিম গুলি Great Britain, South Africa, Australia and Canadaএই সব দেশের।
এখান থেকে আপনি Wallpaper select করতে পারেন অথবা Theme install করে নিতে পারেন
থিম install করতে সুধু মাত্র Double click করলেই হবে।
আপনার থিম টি add হয়ায় যাবে“My Themes” এর “Personalization” pane এ