Total Page viewers

Thursday, March 22, 2012

বীপ শুনে বুঝুন কম্পিউটারের বর্তমান অবস্থা

কম্পিউটারে পাওয়ার সুইচ চালু করার পর এক ধরনের বীপ শব্দ শোনা যায় । এই বীপ দ্বারা আপনি কম্পিউটারের কিছু বিষয়,সমস্যা বুঝে নিতে পারেন । আসুন জেনে নেই কোন বীপ দিয়ে সাধারনত কি বোঝানো হয়-
*১টি বীপ: কেসিয়ের অভ্যন্তরীন হার্ডওয়্যারের সকল যন্ত্রাংশ সঠিকভাবে সংযুক্ত আছে।কম্পিউটার চালু হতে সমস্যা হলে হার্ডডিস্ক ড্রাইভ,সিডি রম ড্রাইভ ও মনিটরের সংযোগ চেক করুন।
*২,৩ ও ৪ টি বীপ: কম্পিউটার চালু হতে সমস্যা হলে ram সঠিকভাবে স্লটে লাগানো আছে কি না খেয়াল করুন।প্রয়োজনে র‌্যামটি খুলে আবার লাগান।
*৫টি বীপ: কম্পিউটার চালু হতে সমস্যা হলে মাদারবোর্ডের সকল কার্ড যথাযথভাবে সংযুক্ত আছে কি না খেয়াল করুন।
*৬টি বীপ: মাদারবোর্ডের সাথে কিবোর্ড সঠিকভাবে সংযুক্ত আছে কি না খেয়াল করুন।
*৭টি বীপ: কম্পিউটার চালু হতে সমস্যা হলে প্রসেসরের সংযোগ যথাযথভাবে কাজ করছে কি না খেয়াল করুন।
*৮টি বীপ: ভিডিও যথাযথভাবে কাজ না করলে অথবা ভিডিওকার্ডের সংযোগে সমস্যা হলে সাধারনত ৮টি বীপ শোনা যায়।
*৯টি বীপ:এটি সাধারনত দেখা যায় না।এটি দিয়ে সাধারনত মাদারবোর্ডের বায়োসের গুরুতর সমস্যা বোঝানো হয়।
*১০: এটি দিয়ে সাধারনত মাদারবোর্ডের CMOS Chip অকার্যকর বোঝানো হয়।
তবে এসব বীপ বোঝার জন্য আপনার পিসিতে ইন্টারনাল স্পীকার থাকতে হবে।কিছু কিছু মাদারবোর্ডে ইন্টারনাল স্পীকার বিল্ট ইন থাকে।কিছু কিছু মাদারবোর্ডে এটি আলাদাভাবে লাগিয়ে নিতে হয়।

মোবাইল থেকে Youtube Videos ডাউনলোড এর অসাধারণ একটি সাইট !!

মোবাইল থেকে Youtube Videos ডাউনলোড এর জন্য অনেকেই অনেক সাইট ব্যবহার করে থাকেন, যেমন vuclip, tubidy, tubezen ইত্যাদি । আজ আমি আপনাদেরকে নতুন আরেকটি সাইট এর সাথে পরিচয় করিয়ে দিব । এই সাইট থেকে 3gp, mp3, mp4 Format এ Video ডাউনলোড করতে পারবেন । এই সাইট এ প্রবেশ করে Search Box এ আপনার কাঙ্খিত Video এর নাম লিখে  Search দিন । এরপর আপনার কাঙ্খিত Video লিঙ্কে প্রবেশ করে আপনার কাঙ্খিত Format select করে Video ডাউনলোড করে নিন । সবাই ভালো থাকবেন ।
http://videos.yaaya.mobi/ 

আপনার মোবাইলের জন্য ডাউনলোড করুন ইংরেজি শেখার দারুন একটি APP .

ইংরেজি শেখার জন্য প্রয়োজনীয় দারুন একটি SOFTWARE যা চলবে যেকোনো জাভা সমর্থিত মোবাইলে।
Software টির নাম 5000 Collegiate Words With Brief Definitions
Software টিতে রয়েছে ৫000+ শব্দ। এসব শব্দ ইংরেজি শেখার জন্য অত্যন্ত কার্যকরী হবে।

Software টিতে যা আছে :
>> এই Software টিতে ৫ টি অপশন রয়েছে : Study, Flash Cards, Search, Help, Exit
>> Study Section এ আপনি পাবেন ৫000+ শব্দ যা প্রতিটি শব্দের First Letter অনুযায়ী সাজান হয়েছে।
>> FlashCards Section এর মাধ্যমে আপনি নিজেকে যাচাই করতে পারবেন।
>> Search Section এর মাধ্যমে আপনি যেকোনো Word খুজতে পারবেন।
>> Help Sectionএ পাবেন software টির ব্যবহার সম্পর্কিত তথ্য।
ডাউনলোড করুন http://www.mediafire.com/?z2ncsks1sols9st

ব্লুটুথ দিয়ে হ্যাক করুন যেকারো মোবাইল !

এটি দিয়ে যা যা করতে পারবেন :-
১ . এই সফটওয়ার দিয়ে আপনি ব্লুটুথ ওপেন থাকা যে কোন মোবাইলের কল লিস্ট,ইনবক্স,ফোনবুক চেক করতে পারবেন।
২ . আপনি অন্যের ব্লুটুথ ওপেন থাকা মোবাইলের ডায়াল আপ নিয়ন্ত্রন করতে পারবেন।মানে আপনি আপনার মোবাইল থেকেই নির্দিষ্ট করে দিতে পারবেন।
৩ . আপনি অন্যের ব্লুটুথ ওপেন থাকা মোবাইলের মেসেজ অপশন ও নিয়ন্ত্রন করতে পারবেন।মানে আপনি যে কোন কাউকে মেসেজ পাঠাতে পারবেন ঐ ব্লুটুথ ওপেন থাকা মোবাইলের নাম্বার থেকে।যা অত্যন্ত ভয়ানক কেননা যদি ঐ ব্লুটুথ ওপেন থাকা ব্যাক্তি রবি সীম ব্যাবহার করে তাহলে খুব সহজেই অন্য রবি নাম্বারে আপনি ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন।
৪ . আপনি অন্যের ব্লুটুথ ওপেন থাকা সেটের মধ্যে থাকা সীমের নাম্বার জানতে পারবেন।
৫ . আপনি অন্যের ব্লুটুথ ওপেন থাকা সেটের ব্যাটারি ইনফোরমেশন জানতে পারবেন।
৬ . আপনি অন্যের ব্লুটুথ ওপেন থাকা সেটকে আপনার সেট থেকে সম্পূর্ণ নিয়ন্ত্রন করতে পারবেন।আপনার সেট থেকেই ঐ ব্লুটুথ ওপেন করা, সেটের মিউজিক শুনতে পারবেন,গান চেন্জ করতে পারবেন ;এক কথায় পুরোপুরি নিযন্ত্রন।
এগুলো ছাড়াও আরো অনেক ব্যাবহার আছে । পুরোটা নিয়ে এখানে আলোচনা নাই বা করলাম ;) । তবে উল্লেখ্য যে সব অপশন সব সেটে কাজ নাও করতে পারে । এটা মূলত নির্ভর করে য়াপনার এবং ব্লুটুথ ওপেন থাকা সেটের ওপর ।
সফটওয়ারটির ডাউনলোড করুন এখান থেকে ।
http://shsumon.wapzan.com/Www.softmela.tk(utility)/wapSuper_Bluetooth_Hack_v1.07.jad

windowns 7 এ operating system কে দ্রুত স্টার্ট করুন

windows 7 এ কোন থার্ড পার্টি সফটওয়্যার ছারাই startup manage করার মাধমে দ্রুত বুট করা সম্ভব । windows চালু হবার সময় অনেক সফটওয়্যার এক সাথে চালু হবার কারনে চালু হবার গতি কমে যায় । তাই যেসব সফটওয়্যার আপনা আপনি চালু হওয়ার সময় প্রয়োজন নেই , সেগুলো  বন্ধ করে রাখতে পারেন । এ জন্য স্টার্ট মেনু এ গিয়ে কন্ট্রোল প্যানেল সিলেক্ট করে system and security এ সিলেক্ট করুন ।

adminesreative tools
এ যান । এখান এ system configaration এ স্টার্টআপ ট্যাব এ গিয়ে যেসব স্টার্ট আপ এ চালু করতে চান না , সেগুলোর টিক তুলে দিন । অ্যাপ্লাই ও ওকে করুন । কাজ শেষ