Total Page viewers

Friday, July 6, 2012

আপনার ফেসবুক Notification পান আপনার নিজের মোবাইলে তাও আবার SMS এর মাধ্যমে (একদম বিনামূল্যে)

ফেসবুক নোটিফিকেশন আপনার মোবাইলে পেতে নিম্নের ধাপগুলো অনুসরণ করতে হবে ‍ঃ
১। প্রথমে আপনার ফেসবুক একাউন্টটে লগিন করুন।
২। তারপর আপনার Account থেকে Account Settings এ যান।
৩। তারপর Mobile ট্যাব-এ যান।
৪। তারপর আপনি যে নম্বরে আপনার ফেসবুক ষ্টাটাস পেতে চান সেটি থেকে fb লিখে নিম্নোক্ত নম্বরে সেন্ড করুন।
2555 (গ্রামীণফোন ‌ইউজারদের জন্য)
32665 (বাংলালিংক ইউজারদের জন্য)
৫। ফিরতি এস.এম.এস এ আপনাকে একটি Confirmation Code দেওয়া হবে।
৬। এবার Already received a confirmation code? এ ক্লিক করুন।
৭। আপনি যে Confirmation Code -টি পেয়েছেন সেটি নিচের বক্সটিতে লেখুন।
৮। এবার Confirm এ ক্লিক করুন।
ব্যাস হয়ে গেলো ।!!!
এখন আপনি কি কি নোটিফিকেশন আপনার মোবাইলে পেতে চান তার সেটিংগুলি করে দিন।
এখন আপনি আপনার মোবাইল থেকেই পাবেন ফেসবুকের যাবতীয় খবর। চাইলে মোবাইল থেকেও আপনি আপনার ফেসবুকের Wall এ আপনার ষ্টাটাস পোষ্ট করতে পারবেন, আপনার যদি কোন ফ্রেন্ড রিকুয়েষ্ট থাকে, যদি কেউ আপনার ফ্রেন্ড রিকুয়েষ্ট গ্রহণ করে ইত্যাদি আরো অনেক খবর আপনার মোবাইলে এস.এম.এস এর মাধ্যমে ফেসবুক আপনাকে জানাবে।
বিঃ দ্রঃ  Confirmation SMS আসতে অনেকসময় ২৪ সময়ও লাগতে পারে।