Total Page viewers

Tuesday, March 20, 2012

চোখের সামনে অথচ অদৃশ্য…… Folder hide করুন সবচেয়ে সহজ উপায়ে কোন softowere ছারাই………

নিচের ধাপগুলোর মত  কাজ করুন.....
১. NEW FOLDER তৈরি করুন ।
২. RENAME করুন Alt চেপে 0160 ।
         দেকবেন নাম ছাড়া ফোল্ডার তৈরি হয়েছে (নিচের মত )
৪. এবার আইকন গায়েব করার পালা ... ফোল্ডারটির >propertise >costomizee>change icon এ ক্লিক করুন ।৫.invisible icon বেঁছে নিন (নিচের ছবির মত )......
৬.এখন ok press করুন ।        আপনার  ফোল্ডার এখন চোখের সামনে  কিন্তু অদৃশ্য ......
কোথায়ে  এই ফোল্ডার  তৈরি করেছেন তা ভাল করে মনে রাখবেন । তাহলে আপনি ছাড়া এই ফোল্ডার এর খোজ কেও জানবে না । কোন সফটওয়্যার ছারাই নিজস্ব security ।

.zip ফাইল : সফটওয়্যার ছাড়া যেভাবে open করবেন


Start  থেকে  Run ক্লিক করুন। নিচের লেখাটি কপি করে পেষ্ট করে দিন
regsvr32 /u zipfldr.dll
এবং enter press করুন
তাহলে 'DllunregisterServer in zipflder.dll succeeded' বার্তাটি দেখাবে
অর্থা প্রসেসটি আপনার মেশিনে ইনষ্টল হয়ে গেছে
এখন আপনি আপনার .zip folder ডাবল ক্লিক করুন। তারপর দেখুন কাজ হয়ে গেছে

আপনার হার্ডডিস্কের যে কোন ড্রাইভ লুকিয়ে ফেলুন অতি সহজে কোন সফ্টওয়্যার ছাড়াই, সম্পূর্ণ নতুন পদ্ধতিতে !!!

 পদ্ধতি :
. প্রথমে “windows Key + R” চেপে “RUN” মেনু ওপেন করুন। “RUN” গিয়ে টাইপ করুন Diskpart তারপর ok চাপুন
. এবার স্ক্রীনে “cmd” ওপেন হবে এবং লেখা আসবে DISKPART>


. এরপর টাইপ করুন list volume এবং “enter” চাপুন। দেখবেন আপনার হার্ডডিস্কের লিস্ট আর সাইজ বর্ণনা করছে


. এবার যে Volume লুকিয়ে ফেলতে চান তার জন্য টাইপ করুন select volume 1 অথবা 2 ইত্যাদি এবং “enter” চাপুন অর্থাৎ যে volume লুকিয়ে ফেলতে চান তার সংখ্যা টাইপ করতে হবে


. টাইপ করুন remove letter A অথবা B অথবা C এবং “enter” চাপুন অর্থাৎ যে volume লুকিয়ে ফেলতে চান তার Capital Letter টাইপ করতে হবে


দেখুন আপনার ড্রাইভটা হাইড হয়ে গেছে
**এখন কথা হলো কিভাবে ড্রাইভটা ফিরিয়ে আনবেন। খুব সহজ, ধাপ - পর্যন্ত যেভাবে করেছেন সেভাবে করে শুধু পঞ্চম ধাপে টাইপ করুন assign letter A অথবা B অথবা C এবং “enter” চাপুন। অর্থাৎ যে volume ফিরিয়ে আনতে চান তার Capital Letter টাইপ করতে হবে।