Total Page viewers

Tuesday, March 20, 2012

আপনার হার্ডডিস্কের যে কোন ড্রাইভ লুকিয়ে ফেলুন অতি সহজে কোন সফ্টওয়্যার ছাড়াই, সম্পূর্ণ নতুন পদ্ধতিতে !!!

 পদ্ধতি :
. প্রথমে “windows Key + R” চেপে “RUN” মেনু ওপেন করুন। “RUN” গিয়ে টাইপ করুন Diskpart তারপর ok চাপুন
. এবার স্ক্রীনে “cmd” ওপেন হবে এবং লেখা আসবে DISKPART>


. এরপর টাইপ করুন list volume এবং “enter” চাপুন। দেখবেন আপনার হার্ডডিস্কের লিস্ট আর সাইজ বর্ণনা করছে


. এবার যে Volume লুকিয়ে ফেলতে চান তার জন্য টাইপ করুন select volume 1 অথবা 2 ইত্যাদি এবং “enter” চাপুন অর্থাৎ যে volume লুকিয়ে ফেলতে চান তার সংখ্যা টাইপ করতে হবে


. টাইপ করুন remove letter A অথবা B অথবা C এবং “enter” চাপুন অর্থাৎ যে volume লুকিয়ে ফেলতে চান তার Capital Letter টাইপ করতে হবে


দেখুন আপনার ড্রাইভটা হাইড হয়ে গেছে
**এখন কথা হলো কিভাবে ড্রাইভটা ফিরিয়ে আনবেন। খুব সহজ, ধাপ - পর্যন্ত যেভাবে করেছেন সেভাবে করে শুধু পঞ্চম ধাপে টাইপ করুন assign letter A অথবা B অথবা C এবং “enter” চাপুন। অর্থাৎ যে volume ফিরিয়ে আনতে চান তার Capital Letter টাইপ করতে হবে।

No comments:

Post a Comment