Total Page viewers

Sunday, May 6, 2012

রেডিও শুনুন এবং রেকর্ড করুন(vlc player এর মাধ্যমে) সবচেয়ে সহজ পদ্ধতিতে (ইন্টারনেট স্প্রিড কম থাকেলও)

আমি একটি সহজ পদ্ধতি তুলে ধরব যার মাধ্যমে আপনারা সহজে রেডিও শুনতে পারবেন এবং রেকর্ড করে রাখতে পারবেন খুব সহজে তাও আবার vlc player এর মাধ্যমে।
প্রথমে vlc player চালু করবেন এবং নিচের ছবির মত view advanced controls ক্লিক করুন। তারপর  আপনি নিচের ছবির মত রেকর্ড বাটন দেখতে পাবেন। এই রেকর্ড বাটনটিতে একবার ক্লিক করলে রেকর্ড শুর হবে আবার ক্লিক করলে রেকর্ড শেষ হবে। রেকর্ডকৃত গান My Document এ My Music ফোল্ডারে পাবেন (vlc player ডা্উনলোড লিংক http://www.videolan.org/vlc/।)
এবার আপনি নিচের রেডিওর লিংক গুলা থেকে যেকোন একটি কপি করবেন এবং vlc player এর media তে ক্লিক করবেন এবং open network stream(ctrl+N) সিলেক্ট করবেন। তারপর please enter a network URL এর নিচে রেডিওর লিংক দিবেন এবং play বাটন চাপুন তারপর রেডিও শুনা যাবে এবং রেকর্ড শুরু করে দেন। নিচে ছবি দেওয়া হল।
রেডিওর লিংক+++++++++======
Radio foorti= http://96.44.147.234:7710/
Radio amar= http://103.4.146.54:8000/;stream.mp3
Radio 2fun= http://67.228.101.162:7600/;stream.mp3
ABC radio= http://184.107.144.218:8282/;stream.mp3
Bangla Radio24= http://live.banglaradio24.com:8237/;stream.mp3
eTUNE 24= http://174.141.229.7:9998/;stream.mp3
Radio goongoon= http://184.107.144.218:8040/;stream.mp3
Radio today= http://96.44.147.234:7710/
Voice of America= http://www.voanews.com/wm/voa/sca/bang/bang1600a.asx
Washington bangla= http://banglaradio.homeip.net:8000
BBC bangla= http://wsdownload.bbc.co.uk/generateasx.esi?file=bengali/tx/nb/bengali_1330.wma&BBC-UID=14ca3d686f3a911461041077c11f713b1660922e4080f19414df39478d96614f&SSO2-UID=

উইন্ডোজ XP কে transform করুন উইন্ডোজ ৮ এ

প্রথমে  এই লিঙ্ক থেকে সফটওয়্যার টি নামিয়ে নিন।
ফাইল টি ওপেন করুন এবং নিম্নুক্ত ধাপ গুলু অনুশরন করুন।
১ম ধাপ

২য় ধাপ

৩য় ধাপ

কম্পিউটার রিস্টার্ট দিন।
আপনার কম্পিউটার এখন উইন্ডোজ ৮-এ ট্রান্সফরম হল।

রাইট ক্লিক করে ডিফ্র্যাগমেন্ট করুন যে কোন ড্রাইভ……!!

পদ্ধতি ১:প্রথমে আপনাকে যেটা করতে হবে তা হল registry editor ওপেন করা। (***এর জন্য প্রথমে ক্লিক করুন স্টার্ট মেনু- অতপর টাইপ করুন “  regedit  ” (ইনভারটেড কমা ছাড়া) দেখবেন উপরে “regedit.exe” দেখাচ্ছে। এবার এঁকে ক্লিক করুন এবং কনফারমেশন চাইলে yes দিন। দেখবেন registry editor ওপেন হয়েছে।***)
এখন এখন আপনি আসবেন HKEY_CLASSES_ROOT/Drive/Shell এ (***একেবারে বামদিকের উপরের অংশে দেখুন HKEY_CLASSES_ROOT এখন এর বামের extension arrow টিতে ক্লিকান। এখান থেকে খুজে বার করুন “Drive” এর পর একেও আবার এক্সটেন্ড করুন। দেখবেন Shell নামে একটি কী আছে।***)

Shell key তে রাইট ক্লিক করে নীচের মত নতুন key file যুক্ত করুন এবং নাম দিন
“   runas   ” (ইনভারটেড কমা ছাড়া)
runas এ ক্লিক করুন এবং পাশের বক্সে দেখবেন লিখা আছে (Default)
। এবার নিচের ছবির মত করে (Default)- key তে রাইট ক্লিক করে Modify করুন এবং Value Datar ঘরে লিখবেন “Defragment”
এবার আবার runas এ রাইট ক্লিক করে নতুন কী যোগ করুন “  Command  ” (ইনভারটেড কমা ছাড়া)
আর আগের মত Command  এ right click করে এর value সেট করুন “   defrag %1 –v   ” (ইনভারটেড কমা ছাড়া)
এবার OK দিয়ে বেরিয়ে আসুন। registry editor এক্সিট করে দিন। ব্যাস খেল খতম। এবার নিচের ছবির মত যখন খুশি defragment করুন যে কোন drive রাইট ক্লিক করেই............।
পদ্ধতি ২:
প্রথমেই ডাউনলোড করুন “Add Defrag to Drive Menu”
http://www.mediafire.com/?oddpqdquex5p35e
Zip file টি ওপেন করুন।
এখান থেকে “AddDefragToDriveMenu.reg” file টি ওপেন করুন এবং কনফারমেশন চাইলে yes দিন


এসএসসি/দাখিল পরীক্ষা রেজাল্ট প্রকাশ আগামী কাল (৭ মে, ২০১২)

ইন্টারনেটের মাধ্যমে রেজাল্ট জানতে এখানে ক্লিক কর।

 

তারপর Examination Name, Year, Board, Roll লিখে Submit কর।
তাহলেই তুমি পেয়ে যাবে তোমার কাঙ্ক্ষিত রেজাল্ট।
এছাড়াও মোবাইলের মাধ্যমে রেজাল্ট জানতে নিচের পদ্ধতি অনুসরণ করতে পার
যেকোনো অপারেটরের মোবাইল ফোন থেকে প্রথমে Message Option-এ যাও
টাইপ কর, পরীক্ষার নাম<স্পেস>বোর্ডের প্রথম তিন অক্ষর<স্পেস>রোল নম্বর<স্পেস>বছর
উদাহরণস্বরূপ:
* SSC<space>Dha<space>123456<space>2012 send to 16222
* Dakhil<space>Mad<space>123456<space>2012 send to 16222
SSC<space>Tec<space>123456<space>2012 send to 16222
এরপর পাঠিয়ে দাও ১৬২২২ নাম্বারে।
ফিরতি মেসেজে তোমাকে জানিয়ে দেওয়া হবে তোমার কাঙ্ক্ষিত ফল।

বোর্ডের নামের প্রথম তিন ডিজিট কেমন হবে:
* Dhaka = Dha
* Barisal = Bar
* Chittagong = Chi
* Comilla = Com
* Dinajpur = Din
* Jessore = Jes
* Rajshahi = Raj
* Sylhet = Syl
* Technical(VOC) = Tec
* Madrasah = Mad
বি.দ্র. পূর্ণ রজাল্ট প্রকাশিত হওয়ার পর একই নিয়মে আরেকবার মেসেজ পাঠালে বিস্তারিত ফল পেয়ে যাবে।