Total Page viewers

Sunday, May 6, 2012

রাইট ক্লিক করে ডিফ্র্যাগমেন্ট করুন যে কোন ড্রাইভ……!!

পদ্ধতি ১:প্রথমে আপনাকে যেটা করতে হবে তা হল registry editor ওপেন করা। (***এর জন্য প্রথমে ক্লিক করুন স্টার্ট মেনু- অতপর টাইপ করুন “  regedit  ” (ইনভারটেড কমা ছাড়া) দেখবেন উপরে “regedit.exe” দেখাচ্ছে। এবার এঁকে ক্লিক করুন এবং কনফারমেশন চাইলে yes দিন। দেখবেন registry editor ওপেন হয়েছে।***)
এখন এখন আপনি আসবেন HKEY_CLASSES_ROOT/Drive/Shell এ (***একেবারে বামদিকের উপরের অংশে দেখুন HKEY_CLASSES_ROOT এখন এর বামের extension arrow টিতে ক্লিকান। এখান থেকে খুজে বার করুন “Drive” এর পর একেও আবার এক্সটেন্ড করুন। দেখবেন Shell নামে একটি কী আছে।***)

Shell key তে রাইট ক্লিক করে নীচের মত নতুন key file যুক্ত করুন এবং নাম দিন
“   runas   ” (ইনভারটেড কমা ছাড়া)
runas এ ক্লিক করুন এবং পাশের বক্সে দেখবেন লিখা আছে (Default)
। এবার নিচের ছবির মত করে (Default)- key তে রাইট ক্লিক করে Modify করুন এবং Value Datar ঘরে লিখবেন “Defragment”
এবার আবার runas এ রাইট ক্লিক করে নতুন কী যোগ করুন “  Command  ” (ইনভারটেড কমা ছাড়া)
আর আগের মত Command  এ right click করে এর value সেট করুন “   defrag %1 –v   ” (ইনভারটেড কমা ছাড়া)
এবার OK দিয়ে বেরিয়ে আসুন। registry editor এক্সিট করে দিন। ব্যাস খেল খতম। এবার নিচের ছবির মত যখন খুশি defragment করুন যে কোন drive রাইট ক্লিক করেই............।
পদ্ধতি ২:
প্রথমেই ডাউনলোড করুন “Add Defrag to Drive Menu”
http://www.mediafire.com/?oddpqdquex5p35e
Zip file টি ওপেন করুন।
এখান থেকে “AddDefragToDriveMenu.reg” file টি ওপেন করুন এবং কনফারমেশন চাইলে yes দিন


No comments:

Post a Comment