Total Page viewers

Sunday, May 6, 2012

এসএসসি/দাখিল পরীক্ষা রেজাল্ট প্রকাশ আগামী কাল (৭ মে, ২০১২)

ইন্টারনেটের মাধ্যমে রেজাল্ট জানতে এখানে ক্লিক কর।

 

তারপর Examination Name, Year, Board, Roll লিখে Submit কর।
তাহলেই তুমি পেয়ে যাবে তোমার কাঙ্ক্ষিত রেজাল্ট।
এছাড়াও মোবাইলের মাধ্যমে রেজাল্ট জানতে নিচের পদ্ধতি অনুসরণ করতে পার
যেকোনো অপারেটরের মোবাইল ফোন থেকে প্রথমে Message Option-এ যাও
টাইপ কর, পরীক্ষার নাম<স্পেস>বোর্ডের প্রথম তিন অক্ষর<স্পেস>রোল নম্বর<স্পেস>বছর
উদাহরণস্বরূপ:
* SSC<space>Dha<space>123456<space>2012 send to 16222
* Dakhil<space>Mad<space>123456<space>2012 send to 16222
SSC<space>Tec<space>123456<space>2012 send to 16222
এরপর পাঠিয়ে দাও ১৬২২২ নাম্বারে।
ফিরতি মেসেজে তোমাকে জানিয়ে দেওয়া হবে তোমার কাঙ্ক্ষিত ফল।

বোর্ডের নামের প্রথম তিন ডিজিট কেমন হবে:
* Dhaka = Dha
* Barisal = Bar
* Chittagong = Chi
* Comilla = Com
* Dinajpur = Din
* Jessore = Jes
* Rajshahi = Raj
* Sylhet = Syl
* Technical(VOC) = Tec
* Madrasah = Mad
বি.দ্র. পূর্ণ রজাল্ট প্রকাশিত হওয়ার পর একই নিয়মে আরেকবার মেসেজ পাঠালে বিস্তারিত ফল পেয়ে যাবে।

No comments:

Post a Comment